ভয়াবহ বন্যায় টেক্সাসে বাড়ছে মৃত্যু, নিখোঁজ অনেকে

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৫, ২৩:০৯

টেক্সাসের কেরভিল এলাকায় শুক্রবার ফুঁসে ওঠা গুয়াদালুপে নদীর পানিতে পড়ে যায় গাছপালা। ছবি: এপি/সিবিএস নিউজ

টেক্সাসের কেরভিল এলাকায় শুক্রবার ফুঁসে ওঠা গুয়াদালুপে নদীর পানিতে পড়ে যায় গাছপালা। ছবি: এপি/সিবিএস নিউজ

  • 0

নদীর পানি আকস্মিক ২৯ ফুট বাড়ায় নিখোঁজ হন অনেকে। তাদের মধ্যে ক্যাম্প মিস্টিকে আসা লোকজন রয়েছেন, যাদের উল্লেখযোগ্য অংশ কম বয়সী মেয়ে।

মধ্য টেক্সাসে আকস্মিক ভয়াবহ বন্যায় ১৪ শিশুসহ ৩২ জনের মৃত্যুর বিষয়টি শনিবার নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ক্যাম্পে ও ছুটি কাটাতে এসে নিখোঁজ এবং হদিস না থাকা বাসিন্দাদের খুঁজে বের করতে উদ্ধারকারীদের প্রাণান্তকর চেষ্টার মধ্যে কর্মকর্তারা এ তথ্য জানালেন।

তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুয়াদালুপে নদীর পার্শ্ববর্তী একটি এলাকায় আকস্মিক ঝড়সহ ১৫ ইঞ্চি বৃষ্টিপাতের পর ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গাছে ধরে টিকে ছিলেন।

নদীর পানি আকস্মিক ২৯ ফুট বাড়ায় নিখোঁজ হন অনেকে। তাদের মধ্যে ক্যাম্প মিস্টিকে আসা লোকজন রয়েছেন, যাদের উল্লেখযোগ্য অংশ কম বয়সী মেয়ে।

কের কাউন্টির বিচারক ও সর্বোচ্চ কর্মকর্তা রব কেলি জানান, তারা জানতেন নদীর পানি বেড়েছে, কিন্তু কেউই সে পানি আসতে দেখেননি।

কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানান, মৃত্যু নিশ্চিত হওয়া তিন শিশুসহ আটজনের পরিচয় শনাক্ত করা যায়নি।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, কের কাউন্টিতে আকস্মিক বন্যার জরুরি সতর্কবার্তা বড় পরিসরে অপ্রয়োজনীয় হয়ে গেছে।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, নদীতে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এসেছিলেন অজ্ঞাতসংখ্যক দর্শনার্থী।

তিনি জানান, নদীর তীরে তাঁবু কিংবা ভাড়া বাসায় কতজন ছিলেন, সে বিষয়ে তথ্য নেই তাদের কাছে।

প্যাট্রিকের মতে, বন্যার সময় ক্যাম্প মিস্টিকে ৭০০ মেয়ে ছিল।