ইরান কখনই মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না: পররাষ্ট্রমন্ত্রী

টিবিএন ডেস্ক

ফেব্রুয়ারি ১২ ২০২৪, ১০:৪৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান। ছবি: সংগৃহীত

  • 0

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধর সম্প্রারণ দেখতে চায় না। লেবাননের টিভি চ্যানেল আল-মানার পরিবেশিত খবরে এ কথা বলা হয়।

লেবননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বৌ হাবিবের সঙ্গে বৈরুতে যৌথ সংবাদ সম্মেলনে শনিবার তিনি বলেন, ‘ইরান ও লেবানন নিশ্চিত করেছে যে যুদ্ধ কোন সমাধান নয় এবং আমরা কখনই মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি বাড়াতে চাই না।’

ইরানের শীর্ষ কূটনীতিক গাজা এবং পশ্চিম তীরে হামলা বন্ধ করতে ইযরায়েলকে চাপ দেয়ার জন্য অ্যামেরিকাকে আহ্বান জানিয়েছেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘এক্ষেত্রে অ্যামেরিকাকে দুটি ভিন্ন পন্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে। একটি হলো ইযরায়েলকে অস্ত্র সরবরাহের মধ্যদিয়ে গাজা যুদ্ধে অংশ নেয়া। আরেকটি, সংঘাতের ব্যাপারে দ্রুত একটি রাজনৈতিক সমাধান।’

আরও পড়ুন: অ্যামেরিকার হামলা কৌশলগত ভুল: ইরান

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈরুত কখনোই এ অঞ্চলে যুদ্ধ চায়নি। ইরান কখনই যুদ্ধের পরিধি বাড়াতে চাই না। তারা সর্বদাই এ অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি এবং সার্বিক ও ন্যায়সঙ্গত শান্তি চায়। আমরা লেবানন এবং গাজার বিরুদ্ধে ইযরাইলের যুদ্ধ বন্ধ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি।’

এদিকে, স্থানীয় নিউজ ওয়েবসাইট আল-ইনতিশার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরানের মন্ত্রী বলেছেন, ইয়েমেনে অ্যামেরিকান নেতৃত্বাধীন হামলা এ অঞ্চলের সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। আমির আব্দুল্লাহিয়ান সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শনিবার হিজবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসরুল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...