বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে প্রভাব বিস্তার করতে যাচ্ছে তুরস্ক

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৫, ১২:১৬

ঢাকায় আসছেন তুরস্কের একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা। ছবি: টাইমস অফ ইন্ডিয়া

ঢাকায় আসছেন তুরস্কের একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা। ছবি: টাইমস অফ ইন্ডিয়া

  • 0

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তুরস্কের প্রতিরক্ষা সংস্থাগুলোর সহযোগিতায় চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

গত বছরের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে পরিবর্তন এসেছে। দিন বদলের সাথে সাথে অনেক দেশ বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক তৈরিতে করতে আগ্রহ প্রকাশ করে।

এর ধারাবাহিকতায় পাকিস্তানের পর এবার তুরস্কও বাংলাদেশে তার কৌশলগত প্রভাব সম্প্রসারণের চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দুই দেশের মধ্যকার বিরাজমান সম্পর্ককে এগিয়ে নিতে আগামী ৮ জুলাই আট দিনের সফরে তুরস্কের একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে। এই সফরে দুই দেশ তাদের সামরিক অংশীদারিত্ব সম্প্রসারণের দিকে নজর দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ইকোনমিক টাইমস জানিয়েছে যে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (এসএসবি) প্রধান হালুক গরগুন ঢাকা সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন। এছাড়া তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথেও দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তুর্কি প্রতিরক্ষা সংস্থাগুলোর সহযোগিতায় চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা করছে বলে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি তুরস্কে পাঁচ দিনের সফর সম্পন্ন করেছেন। এছাড়া এপ্রিল মাসে তুরস্ক সফরের সময় এক সম্মেলনে বক্তব্য রাখেন দেশটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তিনি জোর দিয়ে বলেন যে বাংলাদেশ মহাকাশ প্রযুক্তিতে একটি নির্ভরযোগ্য অংশীদার দেশ খুঁজছে এবং তুরস্কের সাথে বাংলাদেশের সহযোগিতাপুর্ণ সম্পর্ক পারস্পরিকভাবে লাভজনক হবে।