কংগ্রেসের বাজেট অফিসের প্রাক্কলন
ট্রাম্পের বাজেট পরিকল্পনায় যে ক্ষতি হবে গরিবদের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১২ ২০২৫, ২১:১৬ হালনাগাদ: নভেম্বর ১৭ ২০২৫, ১০:৩৬

ট্রাম্পের বিলে সামঞ্জস্যহীনভাবে উপকৃত হবেন সমাজের উঁচু তলার লোকজন। ছবি: গেটি ইমেজেস/শাটারস্টক/এনওয়াই ডেইলি নিউজ

ট্রাম্পের বিলে সামঞ্জস্যহীনভাবে উপকৃত হবেন সমাজের উঁচু তলার লোকজন। ছবি: গেটি ইমেজেস/শাটারস্টক/এনওয়াই ডেইলি নিউজ

  • 0

বাজেট অফিসের প্রাক্কলন অনুযায়ী, ট্রাম্পের বাজেট পরিকল্পনা বাস্তবায়ন হলে সবচেয়ে কম আয় করা লোকজনের সম্পদহানি হবে চার শতাংশ।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাজেট পরিকল্পনার মাধ্যমে গরিব অ্যামেরিকানরা কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার একটি আর্থিক হিসাব বৃহস্পতিবার প্রকাশ করেছে কংগ্রেসের বাজেট অফিস।

নির্দলীয় বাজেট অফিসের প্রাক্কলন অনুযায়ী, প্রেসিডেন্টের পরিকল্পনার ফলে নিম্ন আয়ের অ্যামেরিকানদের পকেট থেকে বছরে যাবে এক হাজার ৬০০ ডলার। অন্যদিকে ধনী অ্যামেরিকান পরিবারের ঝুলিতে বছরে যোগ হবে ১৬ হাজার ডলার।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে ব্যাপক কাটছাঁট করা হবে। এতদিন অ্যামেরিকার গরিব লোকজন এসব কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তার মতো সেবা পেতেন। এ ছাড়া মেডিকএইডের মাধ্যমে স্বাস্থ্যসেবা পেতেন নিম্ন আয়ের ও শারীরিকভাবে অক্ষম লোকজন।

বাজেট অফিসের মতে, ট্রাম্পের বিলে সামঞ্জস্যহীনভাবে উপকৃত হবেন সমাজের উঁচু তলার লোকজন।

বিলটিকে সিনেটে পাস করাতে চাইছেন রিপাবলিকানরা। এটি অ্যামেরিকার ইতিহাসে শ্রমজীবী পরিবারগুলোর কাছ থেকে অতি ধনীদের কাছে সম্পদ স্থানান্তরের অন্যতম উদ্যোগ বলে মনে করছেন ডেমোক্র্যাটিক পার্টির রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন বয়েল।

হাউস বাজেট কমিটির সদস্য এ ডেমোক্র্যাট বলেন, ‘এটি লজ্জাজনক।’

বাজেট অফিসের প্রাক্কলন অনুযায়ী, ট্রাম্পের বাজেট পরিকল্পনা বাস্তবায়ন হলে সবচেয়ে কম আয় করা লোকজনের সম্পদহানি হবে চার শতাংশ। অন্যদিকে সবচেয়ে বেশি আয় করা অ্যামেরিকানদের সম্পদের গড় বৃদ্ধি হবে প্রায় দুই শতাংশ।