ম্যানহাটনের সাবওয়েতে একই দিনে ট্রেনের ধাক্কায় দুজন নিহত

টিবিএন ডেস্ক

জুলাই ৩ ২০২৫, ২৩:৩৪

১৪তম স্ট্রিট-ইউনিয়ন স্কয়ার স্টেশনের এন, কিউ, আর ও ডব্লিউ ট্রেনগুলোর ডাউনটাউন প্ল্যাটফর্ম ২০২৪ সালের ২২ জানুয়ারি আটকে দেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের এক ট্রানজিট অফিসার। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

১৪তম স্ট্রিট-ইউনিয়ন স্কয়ার স্টেশনের এন, কিউ, আর ও ডব্লিউ ট্রেনগুলোর ডাউনটাউন প্ল্যাটফর্ম ২০২৪ সালের ২২ জানুয়ারি আটকে দেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের এক ট্রানজিট অফিসার। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

পুলিশ কোনো ঘটনাতেই অপরাধের সংশ্লিষ্টতা পায়নি।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে আলাদা সাবওয়ে স্টেশনে একই দিনে ট্রেনের ধাক্কায় ‍দুজন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার বিকেলে এসব ঘটনা ঘটে।

বাহিনীটির বরাতে এনওয়াই ডেইলি নিউজ জানায়, ইউনিয়ন স্কয়ার-১৪তম সড়ক সাবওয়ে স্টেশনে বেলা সাড়ে তিনটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান প্রাথমিক সাড়াদানকারীরা। সেখানে ট্রেনের ধাক্কা খাওয়া ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে পাওয়া যায়। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস।

মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএ জানায়, এ দুর্ঘটনার ফলে আপটাউন ও ডাউনটাউনমুখী এন, কিউ, আর ও ডব্লিউ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

ইউনিয়ন স্কয়ারের দুর্ঘটনার এক ঘণ্টার একটু বেশি সময় পর বেলা চারটা ৫৬ মিনিটে ডব্লিউ. হিউস্টন স্ট্রিটে ব্রডওয়ে-ল্যাফায়েট স্ট্রিট সাবওয়ে স্টেশনে ছুটে যান প্রাথমিক সাড়াদানকারীরা। সেখানে ট্রেনের ধাক্কা খাওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাকেও ঘটনাস্থলেই মৃত বলে জানায় ইএমএস।

এমটিএ জানায়, দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বি লাইন এবং ম্যানহাটন আপটাউনের ডি লাইনে সাবওয়ে সার্ভিস সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।

ফায়ার ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক-এফডিএনওয়াই জানায়, দুর্ঘটনায় সামান্য আহত এমটিএর দুজন কর্মীকে বেলেভিউ হাসপাতালে নিয়ে যায় ইএমএস। এসব কর্মী কীভাবে আহত হন, তা স্পষ্ট নয়।

পুলিশ কোনো ঘটনাতেই অপরাধের সংশ্লিষ্টতা পায়নি।