নর্থ ক্যারোলাইনায় গর্ভধারণের ১২ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ

টিবিএন ডেস্ক

মে ১৭ ২০২৩, ২১:১৪

নর্থ ক্যারোলাইনায় গর্ভপাত নিষিদ্ধের নতুন আইনের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: রয়টার্স

নর্থ ক্যারোলাইনায় গর্ভপাত নিষিদ্ধের নতুন আইনের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: রয়টার্স

  • 0

গভর্নরের ভিটো প্রত্যাখান করে গর্ভধারণের ১২ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধের বিলকে আইনে পরিণত করলেন নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান আইনপ্রণেতারা।

ফলে আগামী ১ জুন থেকে স্টেইটে গর্ভপাত নিষিদ্ধের এই আইন কার্যকর হতে যাচ্ছে।

রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউয ও সেনেটে মঙ্গলবার ৭২-৪৮ ও ৩০-২০ ভোটে ডেমোক্র্যাটিক গর্ভনর রয় কুপারের ভেটো প্রত্যাখান করেন আইনপ্রণেতারা। 

‘কেয়ার ফর উইমেন, চিলড্রেন এ্যান্ড ফ্যামিলিস অ্যাক্ট’ নামের বিলটি গত ৪ মে স্টেইট সেনেট ও এর আগের দিন স্টেইট হাউযে পাস হয়।

এর পর গত শনিবার এতে ভেটো দেন গভর্নর কুপার। তিনি গর্ভপাতের সময়সীমা ২০ সপ্তাহ করার প্রস্তাব দেন।

তবে হাউয ও সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটে টেকেনি তার প্রস্তাব।

নতুন আইনে গর্ভধারণের প্রথম ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাত নিষিদ্ধ করা হলেও ধর্ষণ, অজাচার বা অন্ত:সত্ত্বার স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে তা কার্যকর হবে না বলে উল্লেখ আছে। 


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...