কর্ড বার্ড জানিয়েছেন, সোমবার পর্যন্ত ৮.৩ মিলিয়ন নাগরিক ফ্লোরিডায় আগাম এবং ডাকযোগে ভোট দিয়েছেন।
এছাড়া মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে বার্ড বলেন, ‘মঙ্গলবার সকালে ৫ ৬০ হাজারেরও বেশি ফ্লোরিডিয়ান ভোট দিয়েছেন।’
এছাড়া স্টেইটের ৬৭ জন নির্বাচনি তত্ত্বাবধায়কের সবাই আজ সকালে তাকে স্বাভাবিক কার্যক্রমের কথা জানিয়েছেন। বার্ড বলেন, ‘সব ভোটকেন্দ্র খোলা আছে, কোথাও কোনো সমস্যা হয়নি।’
ফল প্রকাশের সময় নিয়ে বার্ড বলেন, ‘আজ রাতে বিছানায় যাওয়ার আগেই আপনারা ভোটের ফল পেয়ে যাবেন। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।’
মায়ামি-ডেড কাউন্টিতে রাস্তার মাঝখানে একজন ড্রাইভার আগাম ভোটের ব্যালট বহনকারী একটি বাক্স ও একটি ব্যাগ পাওয়া নিয়ে বার্ড স্টেইটের সাম্প্রতিক সমস্যাগুলো সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বার্ড বলেন, ‘যদিও ট্রাকের পেছন থেকে ব্যালটগুলো পড়ে যাওয়া একটি অনিচ্ছাকৃত ভুল ছিল, তবে ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বরখাস্ত করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের নির্বাচনের সততা নিশ্চিত করতে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমি মনে করি এটি প্রমাণ করে যে সবকিছু ঠিক আছে। তাৎক্ষণিকভাবে আমরা যেকোনো সমস্যা মোকাবিলা করছি। আমাদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে।’
ভোটকেন্দ্রের বাইরে ‘চাপাতি প্রদর্শন’ করায় জ্যাকসনভিলের কাছে ১৮ বছর বয়সী এক যুবককে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে বলেও জানান বার্ড।
নেপচুন বিচের আইন প্রয়োগকারীরা খুব দ্রুত সমস্যাটি মোকাবিলা করেছে জানিয়ে বার্ড বলেন, ‘শুনুন, নির্বাচনে সবসময় কিছু বিশৃঙ্খলাকারী থাকবে।’