কলম্বিয়ার মাদক কারবারির অ্যামেরিকায় ৪৫ বছরের কারাদণ্ড

টিবিএন ডেস্ক

আগস্ট ৯ ২০২৩, ১৫:০৩

কলম্বিয়ার ড্রাগ কিং দাইর অ্যান্তোনিও উসুগা। ছবি: সংগৃহীত

কলম্বিয়ার ড্রাগ কিং দাইর অ্যান্তোনিও উসুগা। ছবি: সংগৃহীত

  • 0

কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড শীর্ষ মাদক কারবারি দাইর অ্যান্তোনিও উসুগাকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছে অ্যামেরিকার আদালত। তার বিরুদ্ধে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

উসুগা পরিচিত ‘ওটোনিয়েল’ নামে। তিনি একজন আন্তর্জাতিক কোকেইন পাচারকারী।

উসুগা নয় বছরেরও বেশি সময় ধরে কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী গ্যাং ‘গালফ ক্ল্যান কার্টেল’ এর নেতা ছিলেন। কার্টেলটি শুধু কলম্বিয়ার নয়, বিশ্বের অন্যতম নৃশংস গ্যাংগুলোর একটি।

কলম্বিয়া থেকে অ্যামেরিকা, রাশিয়াসহ বহু দেশে মাদক ও মানুষ পাচার, অবৈধ স্বর্ণ উত্তোলন ও চাঁদাবাজির জন্য বেশ কয়েকটি রুটের নিয়ন্ত্রণ রয়েছে এই গ্যাংয়ের কাছে।

সন্ত্রাসী দল পরিচালনা ও মাদক চোরাচালানের অপরাধে উসুগাকে গত জানুয়ারিতে দোষী সাব্যস্ত করা হয়।

সাজা ঘোষণার সময় উসুগা বলেন, তিনি কৃতকর্মের জন্য দুঃখিত।

তিনি বলেন, ‘আমি অ্যামেরিকা ও কলাম্বিয়ার সরকার ও আমার অপরাধের ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইছি।’

প্রসিকিউটররা উসুগাকে মেডেলিন কার্টেলের নেতা পাবলো এসকোবারের পরে কলম্বিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছেন।

তাদের দাবি, উসুগা প্রায় ১০০ হাজার কিলোগ্রাম বা ২২০ হাজার ৫ শ’ পাউন্ড কোকেইন অ্যামেরিকায় পাচার করেছেন।

অ্যামেরিকান ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন তাকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও সফল মাদক পাচারকারীদের একজন’ বলে অভিহিত করেছে।

তাকে ২০২১ সালে গ্রেফতার করা হয়। এরপর অ্যামেরিকায় মাদক পাচারের অভিযোগে তাকে গতবছর দেশটিতে প্রত্যর্পণ করা হয়।

তার আইনজীবীরা আদালতের কাছে তার জন্য ২৫ বছরের কম সাজার অনুরোধ করেন। তারা যুক্তি দেন, কলম্বিয়ার গেরিলা যুদ্ধের ভেতর গ্রামীণ দারিদ্র্যে বড় হয়েছেন উসুগা। মূলত এটিই তাকে পেশাদার অপরাধী হিসাবে জীবনযাপনের দিকে পরিচালিত করেছে।

তবে অ্যামেরিকার ডিসট্রিক্ট জাজ ডোরা ইরিজারি এসব যুক্তি প্রত্যাখ্যান করে জানান, ইরিজারির লালন-পালনও মাদক ও সহিংসতার ভেতর হয়েছে।

তিনি বলেন, সাউথ ব্রঙ্কসের একটি হাউজিং কমপ্লেক্সে বড় হয়েছেন তিনি। তবু তিনি ভুল পথ বেছে নেননি। উসুগা একজন স্ব-স্বীকৃত অপরাধী।

উসুগা আদালতের আদেশ অনুযায়ী, তার মাদক কারবারি আয়ের ২১৬ মিলিয়ন ডলার হস্তান্তর করেছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...