লা লিগার শিরোপা বার্সেলোনার

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৩, ২২:০৭

শিরোপা নিশ্চিতের পর টিম বার্সার উচ্ছ্বাস। ছবি: এফসিবার্সেলোনা ডটকম

শিরোপা নিশ্চিতের পর টিম বার্সার উচ্ছ্বাস। ছবি: এফসিবার্সেলোনা ডটকম

  • 0

এস্পানিওলকে হারিয়ে ২০১৯ সালের পর প্রথম লা লিগার শিরোপা জিতে নিল বার্সেলোনা। এস্পানিওলের মাঠে রোববার অনুষ্ঠিত লা লিগার ম্যাচে স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়ে শিরোপার উৎসবে মেতে ওঠেন কাতালান জায়ান্টরা।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছ থেকে শিরোপা ফিরে পেল বার্সা। কাতালান জায়ান্টদের এটি ছিল ২৭তম স্প্যানিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা। 

প্রতিবেশীদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বার্সার হয়ে দুই গোল করেছেন পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। একটি করে গোল করেছেন আলেজান্দ্রো বালদে ও জুলেস কুন্ডে। স্বাগতিক দলের হয়ে ম্যাচের শেষদিকে দুই গোল শোধ করেছেন জাভি পুয়াডো ও জোসেলু।

সাম্প্রতিক সময়গুলোতে মাঠে ও মাঠের বাইরে বৈরি পরিস্থিতির মোকাবেলা করছে বার্সেলোনা। তবে এই জয় তাদের উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত দিচ্ছে। ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেয়ার পর কোচ জাভি হার্নান্দেজের জন্য এটি হচ্ছে প্রথম কোনো বড় ট্রফি জয়।

ক্লাবের ঝুঁকিপুর্ণ আর্থিক পরিস্থিতিতে গত গ্রীষ্মে ক্লাব পুনর্গঠন করতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। শুরুতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়াটা ছিল ক্লাবটির জন্য বড় ধাক্কা। তবে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয় করা দলটি এবার চার ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে নিল লা লিগার শিরোপা।

জাভি বলেন, ‘এটি ছিল দারুণ এক আবেগময় মুহূর্ত। অনেক মাস কাজ করার পর এমন উৎসব উদযাপন না করে থাকা যায় না। তবে আমরা এটি উদযাপন না করার কারণ হচ্ছে, এটি ছিল এস্পানিওলের স্টেডিয়াম।’ 

ক্লাব সঠিক পথেই পরিচালিত হওয়ার প্রমাণ দিয়েছে এই জয়- এমনটি মনে করেন বার্সা কোচ।

তিনি বলেন, 'আমি খুবই আনন্দিত। আমরা দারুণ একটি কাজ করেছি। চার ম্যাচ হাতে রেখেই এই জয়। পুরোটাই দলের যোগ্যতা।’

একাদশ গঠনে সবশেষ ম্যাচটিতে আলাদা কোনো চমক রাখেননি কোচ জাভি। সুনির্দিস্ট লক্ষ্যকে মাথায় রেখে বার্সার প্রথম দলটিকেই মাঠে নামিয়েছিলেন। শেষ পর্যন্ত সেটি পুরণ হয়। 

শুরু থেকেই দুর্দান্ত গতি প্রদর্শন করে দলটি। এটি ছিল মৌসুমে তাদের সেরা প্রদর্শনী। এর মাধ্যমে তালিকার ১৯তম অবস্থানে থাকা নগর প্রতিপক্ষ দলটিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে কাতালানরা। পরাজিত দলটি এখন রেলিগেশন জোন থেকে মাত্র চার পয়েন্টে এগিয়ে আছে। হাতে রয়েছেন আর মাত্র চারটি ম্যাচ। 


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...