গ্রিন পন্ডে ৬ খুন: নিহতদের একজন গ্রেফতার ম্যানিগোর ছেলে

টিবিএন ডেস্ক

জুলাই ৪ ২০২৩, ১৭:৫১

সাউথ ক্যারোলাইনায় পুড়ে যাওয়া এই বাড়িতে পাওয়া যায় ছয় মরদেহ। ছবি: সংগৃহীত

সাউথ ক্যারোলাইনায় পুড়ে যাওয়া এই বাড়িতে পাওয়া যায় ছয় মরদেহ। ছবি: সংগৃহীত

  • 0

সাউথ ক্যারোলাইনায় পুড়ে যাওয়া বাড়ি থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় শনাক্ত করেছেন কর্মকর্তারা। তাদের একজন গ্রেফতার রায়ান লিনার্ড ম্যানিগোর ছেলে ১১ বছরের শারিয়াহ ম্যানিগো ও আরেকজন ম্যানিগোর ভাইয়ের স্ত্রী ৫০ বছর বয়সী মিশেল ম্যারি রাইট।

মৃত অন্য চার জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে তারাও ম্যানিগোর পরিবারের সদস্য বলে জানিয়েছে শেরিফ অফিস।

সাউথ ক্যারোলাইনার কোলেটন কাউন্টির গ্রিন পন্ড এলাকায় রোববার সকালে পুড়ে যাওয়া বাড়ি থেকে ছয় জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ১৩ বছর বয়সী এক মেয়েকে।

ঘটনাটিকে হত্যাকাণ্ড ধরে তদন্ত করছে কাউন্টি শেরিফ অফিস ও সাউথ ক্যারোলাইনা স্টেইট ল এনফোর্সমেন্ট ডিভিশন। জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে রায়ান লিনার্ড ম্যানিগোকে।

শেরিফ অফিস সোমবার জানিয়েছে, এখন পর্যন্ত হওয়া তদন্তের ভিত্তিতে ম্যানিগোর বিরুদ্ধে হত্যার অভিযোগের দুই কাউন্টে এবং হত্যাচেষ্টার অভিযোগে এক কাউন্টে মামলা হয়েছে।

দ্য পোস্ট অ্যান্ড কুরিয়ারে ভুক্তভোগী পরিবারের স্বজন মনিক ম্যাগউড-ব্যাজারের বরাতে বলা হয়েছে, বেঁচে যাওয়া কিশোরী হাসপাতাল যাওয়ার পথে অফিসারদের কাছে ম্যানিগোর কথা বলেছে। সে জানিয়েছে, ম্যানিগো সবাইকে কুপিয়ে হত্যা করেছেন। কিশোরীকেও কয়েকবার ছুরিকাঘাত করা হয়েছে। তবে সে মৃতের ভঙ্গিতে পড়ে ছিল বলে ম্যানিগো তাকে বেশি আঘাত করেননি।

পরিবারের সদস্যদের হত্যার অভিযোগে গ্রেফতার রায়ান ম্যানিগো। ছবি: সংগৃহীত


ম্যাগউড-ব্যাজার আরও জানান, নিহতদের মধ্যে একজন হলেন তার গ্র্যান্ডমাদার ১০১ বছর বয়সী ম্যাগি ম্যাগউড।

তিনি বলেন, ‘বাড়িটিতে আমার গ্র্যান্ডমা, কাজিন ও আংকেলরা ছিলেন।’

তবে ম্যানিগো কেন সবাইকে হত্যা করলেন- তা জানাতে পারেননি ম্যাগউড-ব্যাজার।

কাউন্টি শেরিফ বাডি হিল জানান, হত্যার কারণ ও ধরন জানতে তদন্ত চলছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...