যোগাযোগ বিচ্ছিন্নের পরই টাইটানে বিস্ফোরণের শব্দ পায় ইউএস নেভি

টিবিএন ডেস্ক

জুন ২৩ ২০২৩, ২১:২৭

টাইটান সাবমার্সিবল। ছবি: সংগৃহীত

টাইটান সাবমার্সিবল। ছবি: সংগৃহীত

  • 0

যোগাযোগ বিচ্ছিন্নের পরপরই ওশানগেইটের সাবমার্সিবল ‘টাইটানে’ বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানিয়েছে অ্যামেরিকান কোস্ট গার্ড।

কর্মকর্তারা জানিয়েছেন, সেই শব্দটি টাইটান বিস্ফোরণেরই কিনা- তা সে সময় তারা নিশ্চিত করতে পারেননি। শব্দটি নিয়ে অনুসন্ধান চলছিল।

টানা পাঁচ দিন অভিযানের পর বৃহস্পতিবার কোস্ট গার্ড জানায়, অ্যাটলান্টিকের গভীরে বিস্ফোরিত হয় টাইটান। তাতে থাকা পাঁচ আরোহীদের কেউ আর বেঁচে নেই।

কোস্ট গার্ডের রিয়ার অ্যাডএম মাগার বলেছেন, ধ্বংসাবশেষ দেখে ধারণা করা হচ্ছে যে ভয়াবহ বিপর্যয়ে আরোহীদের মৃত্যু হয়েছে।

ইউএস কোস্ট গার্ড জানিয়েছে, কানাডিয়ান বিমান পি-থ্রি বুধবার টাইটানের নিখোঁজ হওয়ার অংশ থেকে এক ধরনের আওয়াজ শনাক্ত করে। পরে অবশ্য বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, সেগুলো টাইটান থেকে আসা আওয়াজ নয়।

সমুদ্র বিশেষজ্ঞ পল হানকিন বলেন, ‘বৃহস্পতিবার পাওয়া ধ্বংসাবশেষ দেখার পর মনে হয়েছে সাবমার্সিবলটি বিস্ফোরিত হয়েছে। মূলত আমরা পাঁচটি বড় ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি যা টাইটানেরই।’

টাইটান গত রোববার যাত্রা শুরু করার এক ঘণ্টা ৪৫ মিনিট পর আটলান্টিকে হারিয়ে যায়। এর ধ্বংসাবশেষ নিউফাউল্যান্ডের সেন্ট জনস থেকে প্রায় ৪৩৫ মাইল দক্ষিণে পাওয়া যায়।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...