২০২৪ থেকে ব্রাযিলের কোচ আনচেলত্তি

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৩, ১৬:৩৭

ইটালিয়ান ম্যানেজার কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

ইটালিয়ান ম্যানেজার কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

  • 0

অবশেষে ব্রাযিল ফুটবল টিমের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইটালিয়ান ম্যানেজার কার্লো আনচেলত্তি। ২০২৪ কোপা অ্যামেরিকায় তাকে সেলেসাওদের সঙ্গে দেখা যাবে। ব্রাযিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্র এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

ফেডারেশন এর আগে জানিয়েছে, ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো ডিনিজ ঐ সময় পর্যন্ত দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন।

রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি আর মাত্র এক বছর বাকি। আর সেই মেয়াদ শেষে আগামী বছর অ্যামেরিকায় অনুষ্ঠেয় কোপা অ্যামেরিকায় তিনি ব্রাযিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রায় ৬০ বছর পর প্রথম কোনো বিদেশী কোচ হিসেবে ব্রাযিল টিমের দায়িত্ব নিতে যাচ্ছেন এসি মিলান ও চেলসির সাবেক এই কোচ। সবশেষ ১৯৬৫ সালে আর্জেন্টাইন ফিলপো নুনেজ মাত্র এক ম্যাচের জন্য বিদেশী কোচ হিসেবে সেলেসাওদের দায়িত্ব পেয়েছিলেন।

বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে ৬৪ বছর বয়সী আনচেলত্তি এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। এছাড়া চেলসির হয়ে ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখের হয়ে জার্মানি, পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগের শিরোপা জয় করেছেন; সঙ্গে রিয়াল মাদ্রিদ ও মিলানও রয়েছে।

গত বছর কাতার বিশ্বকাপে ব্রাযিলের কোচ ছিলেন তিতে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায়ের পর তিতে পদত্যাগ করেন। তারপর থেকে ব্রাযিলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন র‌্যামন মেনেজেস।

এর আগে এক বিবৃবিতে সিবিএফ ডিনিজের অস্থায়ী দায়িত্ব নিশ্চিত করেছে। সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রড্রিগেজ এক ভিডিও বার্তায় বলেন, ‘ফার্নান্দো ডিনিজ আগামী এক বছর ব্রাযিল কোচের দায়িত্ব পালন করবেন। আমি নিশ্চিত পেশাদার ক্যারিয়ারে বরাবরের মতো এবারও তিনি ব্রাযিলের জন্য নিজের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবেন।’

এদিকে ডিনিজ বলেছেন, ‘এটা একটি স্বপ্ন। জাতীয় দলের দায়িত্ব পাওয়া সত্যিই সৌভাগ্যের এবং অত্যন্ত গর্বের।’

৪৯ বছর বয়সী ডিনিজের অধীনে এ বছর ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সাউথ অ্যামেরিকান বাছাইপর্বে ৬টি ম্যাচ খেলবে ব্রাযিল। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও উরুগুয়ে। ঘরের মাঠে আগামী সেপ্টেম্বরে বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাছাইপর্ব মিশন শুরু করবে ব্রাযিল। পরের ম্যাচে ঘরের বাইরে তাদের প্রতিপক্ষ পেরু।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...