ঈগলস-এর ফাইনাল ট্যুর!

টিবিএন ডেস্ক

জুলাই ৬ ২০২৩, ২০:২৬

ঈগলস ব্যান্ডের সদস্যরা। ফাইল ছবি

ঈগলস ব্যান্ডের সদস্যরা। ফাইল ছবি

  • 0

জনপ্রিয় অ্যামেরিকান রক ব্যান্ড ‘ঈগলস’ নিজেদের শেষ মিউজিক্যাল ট্যুরের ঘোষণা দিয়েছে। ব্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিদায়ী সফরে প্রাথমিকভাবে ১৩টি কনসার্টের তারিখ জানিয়েছে ঈগলস। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সফর। শেষ হবে মিনেসোটার সেন্ট পলের এক্সেল এনার্জি সেন্টারের শো দিয়ে।

শোগুলোর প্রিসেল টিকিট ও ভিআইপি প্যাকেজ ১২ জুলাই থেকে পাওয়া যাবে। জেনারেল টিকিট পাওয়া যাবে ১৪ জুলাই, স্থানীয় সময় সকাল ১০টা থেকে।

ঈগলস ট্যুরের সময়সূচি

কনসার্টগুলোতে ডন হেনলি, জো ওয়ালশ, টিমোথি বি. স্মিট, ভিন্স গিল এবং ডেকন ফ্রে লাইন-আপে পারফর্ম করবে ঈগলস। এ সময় বিশেষ অতিথি হিসেবে থাকবেন গ্রুপের দীর্ঘদিনের বন্ধু ও ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম’ বিজয়ী স্টিলি ড্যান।

ঈগলস তাদের চূড়ান্ত এ ট্যুরের নাম দিয়েছে ‘দ্য লং গুডবাই।’

ব্যান্ড সংগীতের ইতিহাসে সবচেয়ে সফল এবং দীর্ঘতম ব্যান্ডগুলোর মধ্যে একটি ‘দ্য ঈগলস’। ৫o বছরেরও বেশি দীর্ঘ এ পথচলায় এক হাজারের বেশি কনসার্ট এবং ১৫০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি করেছে ব্যান্ডটি।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...