বাংলাদেশের রাঙামাটি-খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪, ১৪৪ ধারা জারি,

টিবিএন ডেস্ক

সেপ্টেম্বর ২০ ২০২৪, ১০:১৩

সকালে রাঙামাটি শহর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

সকালে রাঙামাটি শহর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

  • 0

বাংলাদেশের পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার বেলা ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি জারি থাকবে বলে গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এদিকে এখন পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন।

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের জের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। এদিকে, খাগড়াছড়ির ঘটনার জেরে রাঙ্গামাটিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়িতে শুক্রবার রাত নয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত রাঙ্গামাটিতেও ১৪৪ ধারা জারি রাখার ঘোষণা দেয় প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক বলছে, যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জান ও মাল ক্ষতি সাধনের আশঙ্কা রয়েছে। তাই আজ শুক্রবার বেলা ১টা থেকে রাঙামাটি জেলার পৌরসভা এলাকায় এবং বেলা ২টা থেকে খাগড়াছড়ি সদরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৫৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা মাঠে আছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে বিকেল ৪টায় সর্বজনীন মিটিং রয়েছে বলেও জানান তিনি।

এদিকে বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেখান থেকে অস্ত্র, গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জনানো হয়।

এতে বলা হয়, বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে আস্তানা স্থাপন করে একদল পাহাড়ী সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে। এ প্রেক্ষিতে বিজিবির রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে সীমান্তবর্তী দোপানিছড়া এলাকার গহীন জঙ্গলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আস্তানা থেকে ২ টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩ টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ১টি অডিও-ভিডিও রেকর্ডার, ১টি ভিডিও ক্যামেরা, ১টি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়াও অবজারভেশন পোস্ট, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ ইত্যাদির সন্ধান পাওয়া গেছে। পরে ওই সন্ত্রাসী আস্তানা ধ্বংস করেছে বিজিবি সদস্যরা।

মোটরসাইকেল চুরির অভিযোগে মামুন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার জেরে উত্তপ্ত বাংলাদেশের পার্বত্য অঞ্চল। বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় এ নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় দুপক্ষ।

বৃহম্পতিবার বিকেল ও রাতে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা মিছিল নিয়ে লরমা স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাঁধা দেয় আরেক পক্ষ। এর জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ধনরঞ্জন ত্রিপুরা, রুবেল ত্রিপুরা এবং জুরান চাকমা নামের তিন যুবক নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...