শান্তি আলোচনায় রিয়াদে অ্যামরিকা ও রাশিয়ার প্রতিনিধি দল

টিবিএন ডেস্ক

ফেব্রুয়ারি ১৮ ২০২৫, ১:১৯

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে স্টেইট সেক্রেটারি মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে স্টেইট সেক্রেটারি মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

  • 0

ইউক্রেইন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে সফর করছে অ্যামেরিকা ও রাশিয়ার প্রতিনিধি দল। সোমবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করে স্টেইট সেক্রেটারি মার্কো রুবিওর নেতৃত্বে অ্যামেরিকার প্রতিনিধি দল।

ইউক্রেইন ও গাযার ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য, সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান স্টেইট সেক্রেটারি মার্কো রুবিও।

পরে রুবিওর নেতৃত্বে অ্যামেরিকার প্রতিনিধি দল, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে রয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযার মাইক ওয়াল্টয এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। এসময় ক্রাউন প্রিন্স বলেন- ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে পেরে তিনি আনন্দিত।

এর আগে রুবিও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক করেন। তবে, সংক্ষিপ্ত এই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়নি। সাংবাদিকদের কোন প্রশ্নের জবাবও দেননি রুবিও।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলও সোমবার রিয়াদে পৌঁছায়। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।

তিনি বলেন, ‘আমাদের আলোচনার মূল বিষয় হলো রাশিয়া ও অ্যামেরিকার মধ্যে সত্যিকারের একটি স্বাভাবিক সম্পর্কের পথ শুরু করা। দেখা যাক কী হয়। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন, আমরাও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার জন্য এসেছি।’

রিয়াদে পৌঁছানোর আগে মস্কোতে এক অনুষ্ঠানে ল্যাভরভ, ইউরোপকে ছাড়াই শান্তি আলোচনা শুরু করা নিয়ে চলমান সমালোচনার জবাব দেন।

ল্যাভরভ বলেন, ‘ইউক্রেইন সংক্রান্ত আলোচনায় অংশ নেয়ার জন্য ইউরোপের দেশগুলো ইচ্ছা প্রকাশ করছে। অথচ তাদের ইচ্ছা এরইমধ্যে কয়েকবার পূরণ করা হয়েছে। ইউরোপিয়ান দর্শন কোনো কাজে লাগেনি। তারা সাধারণত যুদ্ধ চালিয়ে যেতে চায়। তাহলে আলোচনার টেবিলে তাদের কী কাজ?’

একই দিন স্ত্রী ওলেনা যেলেন্সকাকে সঙ্গে নিয়ে তুর্কিয়ের রাজধানী আঙ্কারায় পৌঁছান, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকি। রাশিয়া-অ্যামেরিকার আলোচনার সঙ্গে এই সফরের সময়সূচি মিলে গেলেও, মূলত তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের আমন্ত্রণে দেশটিতে গিয়েছেন যেলেন্সকি। এক্সের এক পোস্টে যেলেন্সকি জানান, বন্দি বিনিময়সহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা তার তুর্কিয়ে সফরের মূল লক্ষ্য।

তবে, টিআরটি ওয়ার্ল্ডে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেইনে যুদ্ধবিরতির আলোচনায় আঙ্কারার আগ্রহের কথা তুলে ধরেন তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানান, তুর্কিয়ে এতে তার সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে চায়।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...