ছবিতে ডনাল্ড ট্রাম্পের চমকপ্রদ জীবনের কিছু মুহূর্ত

টিবিএন ডেস্ক

নভেম্বর ৬ ২০২৪, ১৩:১৪

ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

  • 0

অনানুষ্ঠানিকভাবে দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডনাল্ড জন ট্রাম্প। ১৯৪৬ সালের ১৪ জুন অ্যামেরিকার নিউ ইয়র্কে জন্ম নেন ট্রাম্প। তার বাবা একটি কন্সট্রাকশন কোম্পানির মালিক ছিলেন।

১৯৬৮ সালে তিনি তার বাবার কোম্পানিতে যোগ দিলেও দ্রুতই ম্যানহাটনের নিজের ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের অন্যতম ধনী ব্যবসায়ী। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক ট্রাম্প রিপবালিকান দলের হয়ে ২০১৬ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এরপর ২০২০ সালে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের কাছে হেরে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। নানা বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে থাকা ট্রাম্প দ্বিতীয়বারের মতো দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বিবিসি প্রকাশ করেছে ৭৮ বছর বয়সী ডনাল্ড ট্রাম্পের জীবনের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত