ভারতের রাজধানী দিল্লির সংরক্ষিত এলাকায় ড্রোন ওড়ানোর অভিযোগে বাংলাদেশের ফটোগ্রাফার মম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ড্রোন জব্দ রেখে তাকে ছেড়ে দেয়া হয়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সোমবার দিল্লির আকসারধাম মন্দিরে ড্রোন ওড়ানোর খবরে পুলিশ গিয়ে মমর ড্রোনটি জব্দ করে। জিজ্ঞাসাবাদে মম জানান, টুরিস্ট ভিসায় তিনি ভারত সফরে রয়েছেন। বাংলাদেশে তিনি ফ্রিল্যান্স ফটোগ্রাফি করেন।
ডেপুটি পুলিশ কমিশনার আমরুথা গুগুলোথ জানান, ওই সংরক্ষিত এলাকায় ড্রোন চালানোর কোনো অনুমতি নেননি মম। তার বিরুদ্ধে ১৮৮ ধারায় সরকারি কর্মকর্তার জারি করা আদেশ অমান্যে অভিযোগে মামলা হয়।
পুলিশ জানায়, ড্রোন ব্যবহার করে মন্দির ও এর আশপাশের এলাকার ছবি তুলছিলেন মম।