বৈঠকে সামরিক পরিবারকে সহায়তা বিল, নারী স্বাস্থ্য উন্নয়ন এবং ইযরায়েল-লেবানন সংঘাত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। দেশের রাজনীতি ও কূটনীতির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কর্মপরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে আলোচনার পাশাপাশি বৈঠকে নারীস্বাস্থ্য খাতে বেসরকারী সংস্থা থেকে তিনশ মিলিয়ন ডলার অনুদানসহ নানা ক্ষেত্রে নারীদের অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করেন তিনি।
প্রেসিডেন্ট বলেছেন, সামরিক পরিবারের অনুদানের জন্য কংগ্রেসে স্বল্পমেয়াদী তহবিল বিল পাশের চেষ্টা করছে তার প্রশাসন।
এছাড়া লেবানন-ইযরায়েল সংঘাতের প্রেক্ষাপটে বাইডেন বলেছেন, ইতোমধ্যে যুদ্ধকবলিত এলাকাগুলো থেকে অ্যামেরিকান নাগরিক এবং বেসামরিক লোকদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে।
মধ্যপ্রাচ্য সংকট কাটাতে মধ্যস্থতাকারী হিসেবে অ্যামেরিকা সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।
বাইডেন বলেন, বিষয়টি কঠিন হলেও, প্রশাসনের বাস্তবে তা পূরণ করতে চেষ্টা করে যাচ্ছে।
এদিকে লেবানন জুড়ে পেইজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় সংঘাত বেড়ে যাওয়ার বিষয়ে ইযরায়েল ও হিযবুল্লাহ দুই পক্ষকেই সতর্ক করেছিল অ্যামেরিকা। এই সংঘাতের ধারাবাহিকতায় শুক্রবার লেবাবনের দক্ষিণাঞ্চলে কয়েক ডজন হামলা চালায় ইযরায়েলি বিমানবাহিনী।
চলমান বৈঠকের মাঝেই লেবাননের বৈরুতে হামলা অব্যাহত রেখেছে ইযরায়েল। শুক্রবার দক্ষিণাঞ্চলের ডাহিয়া এলাকায় হামলা চালিয়ে, হিযবুল্লাহ’র অপারেশন্স কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার দাবি জানিয়েছে আইডিএফ।