গাযাসমর্থিত বিক্ষোভে ভাঙচুরের অভিযোগে ৪৯ জনকে আটক করা হয়েছে

বাসস

এপ্রিল ৮ ২০২৫, ১২:৫৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • 0

গাযার প্রতি সংহতি জানিয়ে সোমবার দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালীন সময়ে সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এই হামলা ও ভাঙচুর জননিরাপত্তা এবং আইনের শাসনের প্রতি চরম অবমাননা বলে সরকার উল্লেখ করেছে।

মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই পর্যন্ত এসব ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৪৯ জনকে আটক করা হয়েছে।

পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ইতোমধ্যে দু’টি মামলা দায়ের করা হয়েছে। আরো তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দায়ীদের বিচারের আওতায় আনতে পুলিশ সোমবার রাতে অভিযানে নেমেছে এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ চলাকালীন ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে যাতে আরো জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়। দোষীদের গ্রেপ্তারের আগ পর্যন্ত এই অভিযান চলতে থাকবে বলে জানানো হয়।

বিবৃতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সরকার বলছে, ‘আমরা দেশের প্রতিটি নাগরিককে অনুরোধ করছি, আপনারা তদন্তে সহায়তা করুন, আমাদেরকে তথ্য প্রদানে এগিয়ে আসুন। আমরা যেন নিশ্চিত করতে পারি যে, যারা সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তারা কোনোভাবে যেন রেহাই না পায়।’


0 মন্তব্য

মন্তব্য করুন