টাইটানিক দেখতে যাওয়া পর্যটকবাহী সাবমেরিন নিখোঁজ

টিবিএন ডেস্ক

জুন ১৯ ২০২৩, ২৩:২১

নিখোঁজ হওয়া ওশেনগেইট সাবমেরিন। ছবি: সংগৃহীত

নিখোঁজ হওয়া ওশেনগেইট সাবমেরিন। ছবি: সংগৃহীত

  • 0

আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া পর্যটকবাহী একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। বোস্টন কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করছে।

নিউফাউল্যান্ড উপকূল থেকে প্রায় ৪০০ মাইল দক্ষিণ-পূর্বে আরএমএস টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে। সেখানেই সাবমেরিনটি নিখোঁজ হয়।

ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ

বোস্টন ইউএস কোস্ট গার্ডের লেফনেন্যান্ট জর্ডান হার্ট সোমবার জানিয়েছেন, সাবমেরিনিটির অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

ওশানগেইট সাবমেরিনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২.৪ মাইল গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছাতে সক্ষম। এটি পর্যটক ও গবেষকদের নিয়ে নিয়মিত সেখানে যাচ্ছিল। পাঁচ যাত্রী পরিবহনে সক্ষম সাবমেরিনটি নিখোঁজের সময় কত যাত্রী ছিলেন তা স্পষ্ট নয়।

সাবমেরিনটির কোম্পানি ওশেনগেইট এক্সপেডিশিন সোমবার জানায়, তারা ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ করার জন্য বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি সংস্থা সহায়তা করছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে যেতে সব মিলিয়ে মোট আট ঘণ্টা সময় লাগে। এই ধ্বংসাবশেষ দেখতে কোম্পানিটি পর্যটকদের কাছ থেকে আট দিনের জন্য ২৫০ হাজার ইউএস ডলার নেয়।

সাবমেরিন কোম্পানিটির ওয়েব সাইটের তথ্য অনুসারে, তাদের আরও একটি অভিযান চলমান রয়েছে। তারা ২০২৪ সালের জুনের মধ্যে আরও দুটি সাবমেরিন পাঠানোর পরিকল্পনা করছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...