নিউ ইয়র্কের আলবানি কাউন্টির ৬৪ নর্মানস্কিল রোডে একটি বাড়িতে ভয়াবহ আগুনে শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে।
আলবানি কাউন্টি শেরিফ অফিস এ ঘটনা নিশ্চিত করেছে। তবে নিহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু ছাড়াও যারা মারা গেছেন তাদের মধ্যে ৪০ বছর বয়সী এক নারী এবং ৩৫ ও ৬৪ বছর বয়সী দুজন পুরুষ আছেন।
ভোরের দিকে এক নারী নাইন ওয়ান ওয়ানে কল দিয়ে জানান, বাচ্চাসহ তিনি আগুনে আটকা পড়েছেন। এসি ইউনিট থাকার জন্য তিনি জানালা দিয়ে বের হতে পারছিলেন না। এর পরপরই ফায়ার ক্রুরা তাদের উদ্ধারে ঘটনাস্থলে যান।
আলবানি কাউন্টি শেরিফ ক্রেগ ডি. অ্যাপল সিনিয়র সাংবাদিকদের বলেন, ‘এটি একটি ভয়ঙ্কর দৃশ্য। আমি পরিবার ও তার প্রতিবেশীদের জন্য খারাপ অনুভব করছি।’
আলবানি টাইমস ইউনিয়ন জানায়, ফায়ার ক্রুরা আসার পর ১৪ বছরের এক ছেলে দ্বিতীয় তোলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে শেরিফ ডিপার্টমেন্ট।