কোনো এক ব্যক্তি বা একটি চক্র নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের পরিকল্পিতভাবে হুমকি দিয়েছে। এমনটাই মনে করেন সাবেক এফবিআই এজেন্ট জনাথান গিলিয়াম।
হুমকি পাওয়াদের তালিকায় রয়েছেন, লি যেলডিন। ডনাল্ড ট্রাম্প তাকে ইউনাইটেড স্টেইটস এনভায়রন্টাল প্রোটেকশনের প্রধান হিসেবে মনোনীত করেছেন। যেলডিন অভিযোগ করেছেন তাকে প্যালেস্টাইনপন্থী স্লোগান ব্যবহার করে হুমকি দেয়া হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন জানতে চাইলে গিলিয়াম অভিযোগের আঙ্গুল তোলেন ডেমোক্র্যাটদের দিকে। তিনি বলেন এর সাথে ডেমোক্র্যাটদের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।
গিলিয়াম আরও দাবি করেন, ডেমোক্র্যাটরা ডনাল্ড ট্রাম্পকে কারাগারে ঢোকাতে এবং সম্ভব হলে মেরেই ফেলতে চেয়েছিলো। তাতে ব্যর্থ হয়ে, এখন এই হুমকির পথ বেছে নিয়েছে।
তার আশংকা, ডেমোক্র্যাটরা এই ধরণের অপরাধ অব্যাহত রাখবে।
সম্প্রতি, ট্রাম্পকে হুমকি দেয়ার অভিযোগে অ্যারিযোনা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তাকে দু’বার হত্যার চেষ্টা করা হয়েছে। ঐ দুই ঘটনা প্রতিরোধে সিক্রেট সার্ভিসের ভূমিকার সমালোচনা করে সাবেক এই নেভি সিল কর্মকর্তা বলেন ঐ সমস্যাগুলো এখনও সমাধান করা হয়নি।
এদিকে, ডনাল্ড ট্রাম্পকে হুমকি দেয়া ছাড়াও তার কাজে ডেমোক্র্যাটরা বাধা দিতে পারেন বলে আশংকা করছেন অনেক রিপাবলিকান। বিশেষ করে, ট্রাম্পের গণ বিতারণ কার্যক্রম ব্যহত করার চেষ্টা হতে পারে বোলে মনে করেন কংগ্রেসওম্যান নিকোল মালিওটকিস।
রাজনৈতিক বিশ্লেষক মার্ক হ্যাল্পারিন বলছেন, যে যতভাবেই বাধা দিক না কেন ট্রাম্প তার গণ বিতাড়নের পরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য সব চেষ্টাই করবেন।