ভারতে ভূমিধসে ২০ প্রাণহানি

টিবিএন ডেস্ক

জুলাই ২১ ২০২৩, ১২:৪০

ভূমিধসের ঘটনাস্থলে উদ্ধারকাজে কর্মীরা। ছবি: সংগৃহীত

ভূমিধসের ঘটনাস্থলে উদ্ধারকাজে কর্মীরা। ছবি: সংগৃহীত

  • 0

ভারতের মহারাষ্ট্র প্রদেশের রায়গড়ে ভুমিধসে ২০ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন প্রায় ১০৫ জন।

রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ভূমিধস হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ১৭টি বাড়ি।

কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামটি পাহাড়ের উপরে হওয়ায় উদ্ধার অভিযানে অসুবিধা হচ্ছে।

প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছিল না। তাই বৃহস্পতিবার রাতে উদ্ধার কাজ বন্ধ ছিল। এরপর শুক্রবার সকালে ফের শুরু হয় অভিযান।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত জীবিত অবস্থায় ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ, পুলিশ ও মেডিক্যাল টিম সেখানে কাজ করছে। স্থানীয়রাও উদ্ধারকাজে সামিল করা হয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজ্যের মূখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...