বন্যার কারণে ভারমন্টে জরুরি অবস্থা ঘোষণা

টিবিএন ডেস্ক

জুলাই ১১ ২০২৩, ১৮:৪৬

বন্যার মাত্রা বেড়ে চলায় ভারমন্টে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

বন্যার মাত্রা বেড়ে চলায় ভারমন্টে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

  • 0

ভারী বৃষ্টির কারণে ভারমন্ট জুড়ে বন্যার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে পথঘাট, আটকে পড়েছেন অনেকে। বন্যার মাত্রা বেড়ে চলায় ভারমন্টে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভারমন্টের ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজের জন্য ম্যাসাচুসেটস ও নিউ জার্সি থেকে আরও ক্রু আসছেন।

এমন অবস্থায় ভারমন্টের ব্যাপটিস্ট চার্চকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ভারমন্টের রিপাবলিকান কেলি পাজালা জানান, লন্ডনন্ডেরির ওয়েস্ট রিভারের ফোর ইউনিটের এক ভবন থেকে সোমবার সকালে অর্ধডজন মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

কর্পস নিউ ইংল্যান্ড ড্রিস্টিক্ট এক টুইটে বলেছে, ‘আমরা আশংকা করছি রাতের মধ্য পানি আরও বাড়তে পারে। তাই আমরা এখনই সতর্কতা অবলম্বনের জন্য সবাইকে আহ্বান করছি। প্রত্যেককে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।

বার্লিংটন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ভারমন্টের কিছু অংশে সাত ইঞ্চি ছাড়িয়ে গেছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে একটি হলো নিউইয়র্কের হাডসন ভ্যালি। সেখানে বন্যায় পামেলা নুজেন্ট নামে ৪৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাইল্যান্ডে। সেখানে বৃষ্টির পরিমাণ নয় ইঞ্চি। ধারণা করা হয়, সেখানে এক হাজার বছরেও এত বৃষ্টি হয়নি।

বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেছে। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বেশ কিছু অঞ্চল। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভারমন্টের গভর্নর টুইটের মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ১০টিরও বেশি উদ্ধারকারী দল কাজ করছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...