ইউনাইটেড আরব আমিরাতে ঈদ উদযাপিত

টিবিএন ডেস্ক

মার্চ ৩০ ২০২৫, ২২:৩৭

ইউনাইটেড আরব আমিরাতে ঈদ জামাত। ছবি: সংগৃহীত

ইউনাইটেড আরব আমিরাতে ঈদ জামাত। ছবি: সংগৃহীত

  • 0

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বুধবার উৎসবমুখর পরিবেশে ইউনাইটেড আরব আমিরাতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশের মতো ঈদের আমেজ না থাকলেও প্রবাসী বাংলাদেশিরা সাধ্যমতো চেষ্টা করেন ঈদের আনন্দ উদযাপনের।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইউনাইটেড আরব আমিরাতেও রবিবার পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদের নামাজের পর বাংলাদেশি মুসলমান কমিউনিটি পরিবার-পরিজন নিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় দিনটিকে নানা বৈচিত্র্যের মধ্য দিয়ে উদযাপন করেন।

যদিও বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি থাকে না, তবুও প্রবাসীরা সাধ্যমতো চেষ্টা করেন সবার সঙ্গে কুশল বিনিময়, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোয় ব্যস্ত থাকতে।

দূর দেশে বসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করেন প্রবাসীরা। মোবাইল ফোনে দেশের স্বজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

বিকেলের দিকে পরিবার বা বন্ধুদের সাথে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে বের হন অনেকেই। আর এভাবেই ঈদের আনন্দ ভাগাভাগি করে দিনটিকে স্মরণীয় করেন রাখেন আমিরাত প্রবাসী বাংলাদেশিরা।


0 মন্তব্য

মন্তব্য করুন