ইযরায়েলি সেনাবাহিনীর হামলায় ৪ প্যালেস্টাইন নিহত

টিবিএন ডেস্ক

জুন ১৯ ২০২৩, ২১:০৮

ইযরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে মিসাইল হামলায় এক কিশোরসহ চার প্যালেস্টাইন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ইযরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে মিসাইল হামলায় এক কিশোরসহ চার প্যালেস্টাইন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

  • 0

ইযরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে মিসাইল হামলায় এক কিশোরসহ চার প্যালেস্টাইন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬২ জন। ইযরায়েল শাসিত ওয়েস্ট ব্যাংকে সোমবার এ অভিযান চালানো হয়।

প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন ২৯ বছর বয়সী কাসাম ফয়সাল আবু সিরিয়া, ২১ বছরের খালেদ দারবিশ, ১৯ বছরের কাসাম সারিয়া এবং ১৫ বছর বয়সী আহমেদ সাকর।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরা জানায়, ইযরায়েলি সেনারা জেনিন শরণার্থী ক্যাম্পের পাশের ইবনে সিনা হাসপাতালের কাছাকাছি গুলি চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ‘কাঙ্ক্ষিত সন্দেহভাজনকে’ গ্রেফতার করতে নর্দার্ন ওয়েস্ট ব্যাংকে প্রবেশের সময় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধ বাধে। নিজেদের রেডিও চ্যানেলে ইযরায়েলি আর্মি বলেছে, নর্দার্ন ওয়েস্ট ব্যাংকে অভিযানে আহত সাত সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রয়টার্সের পাওয়া এক ভিডিওতে দেখা গেছে একটি সাঁজোয়া সেনাযানকে ঘিরে বিস্ফোরণ ঘটছে। অন্য ক্লিপগুলোতে একটি সামরিক হেলিকপ্টারের মাধ্যমে মিসাইল ছুড়তে দেখা গেছে।

প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের এক কর্মকর্তা বলেছেন, ‘ইযরায়েলের বিমান হামলা আমাদের যোদ্ধাদের এমন সরঞ্জাম ব্যবহার করতে বাধ্য করবে যা তাদের অবাক করবে।’

নিহত চার জনের একজন ইসলামিক জিহাদের সদস্য বলে দাবি করেছে সংগঠনটি।

হামাস জানিয়েছে, তাদের যোদ্ধারাও এ সংঘর্ষে অংশ নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানে অন্তত একজন প্যালেস্টাইনকে আটক করা হয়েছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...