হলিউডে আন্দোলনরতদের নিউ ইয়র্কের রেস্তোরাঁয় আমন্ত্রণ

টিবিএন ডেস্ক

জুলাই ২৫ ২০২৩, ১৫:৫১

হলিউডে আন্দোলনরতদের নিউ ইয়র্কের রেস্তোরাঁয় আমন্ত্রণ
  • 0

লস অ্যাঞ্জেলেসে কর্মবিরতিতে থাকা হলিউড লেখক ও শিল্পীদের বিনামূল্যে খাবার খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে নিউ ইয়র্কের হেল'স কিচেনের দুটি রেস্তোরাঁ।

ম্যানহাটনের হেল'স কিচেন নেইবারহুডের নাইন্থ অ্যাভিনিউর ফোরটি-ফোর্থ স্ট্রিটের মার্সেই ও নিৎজা রেস্তোরাঁ এই অফার দিয়েছে। তারা বলেছে, ধর্মঘট করা লেখক ও শিল্পীরা যে কোনো রাতে ৯ টার পর রেস্তোরাঁয় গিয়ে বিনামূল্যে ডিনার করতে পারবেন।

আন্দোলনকারীদের পক্ষে সমর্থন জানাতে তারা এই উদ্যোগ নিয়েছে।

ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং সেবাদানকারীদের সঙ্গে বেতন নিয়ে ঝামেলা এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআই ব্যবহারের প্রভাব নিয়ে অনিশ্চয়তা কাটাতে ধর্মঘট ডাকা হয়েছে হলিউডে। প্রথমে ধর্মঘট শুরু করেন হলিউডের স্ক্রিপ্ট রাইটাররা। এরপর এতে যোগ দেন অভিনয়শিল্পীরাও।

মার্সেই ও নিৎজা একই প্রতিষ্ঠানের দুটি রেস্তোরাঁ। এর পিআর ডিরেক্টর স্টিভেন হল বলেন, ‘আমরা শুধু ভালো কিছু করতে চাই। আমরা চাই, সবাই যেন ঠিকমতো খেতে পারে।'

হলিউড ধর্মঘটের সমর্থনে এদিন কথা বলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস।

তিনি বলেন, ‘আমার মনে হয় দাবিগুলো নিয়ে টেবিলে বসে আলোচনা হওয়া উচিত। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এই ইন্ডাস্ট্রি। এই ইস্যুর সমাধানে সবাই এগিয়ে আসুক।’


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...