সমঝোতায় ধর্ষণ মামলার নিষ্পত্তি করলেন কিউবা গুডিং জুনিয়র

টিবিএন ডেস্ক

জুন ৬ ২০২৩, ১৫:৫৪

সমঝোতার মাধ্যমে ধর্ষণ মামলার নিষ্পত্তি করেছেন অস্কারজয়ী অভিনেতা কিউবা গুডিং জুনিয়র। ছবি: এবিসি নিউয

সমঝোতার মাধ্যমে ধর্ষণ মামলার নিষ্পত্তি করেছেন অস্কারজয়ী অভিনেতা কিউবা গুডিং জুনিয়র। ছবি: এবিসি নিউয

  • 0

নিউ ইয়র্কের এক হোটেল রুমে ১০ বছর আগে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার নিষ্পত্তি করেছেন অস্কারজয়ী অভিনয় শিল্পী কিউবা গুডিং জুনিয়র। অভিযোগকারী নারীর সঙ্গে সমঝোতার মাধ্যমে এ মামলার নিষ্পত্তি হয়েছে। তবে সমঝোতার শর্ত প্রকাশ করা হয়নি।

ফেডারেল সিভিল ট্রায়ালে এই মামলার জুরি নির্বাচন শুরুর আগ মুহূর্তে মঙ্গলবার গুডিং ও অভিযোগকারী নারী সমঝোতায় আসেন। মামলার শুনানিতে জুরি বোর্ড অভিযোগকারীর পক্ষে থাকলে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ গুনতে হতো এই অভিনেতাকে। 

মামলার বাদী ওই নারী ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন। 

বাদীপক্ষের অ্যাটর্নি গ্লোরিয়া অলরেড এবিসি নিউযের এক মেইলের জবাবে বলেন, ‘এ মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

অভিযোগকারী নারী জানিয়েছেন, তিনি গ্রিনউইচ ভিলেয রেস্টুরেন্টে ২০১৩ সালের আগস্ট মাসে গুডিংয়ের সঙ্গে দেখা করেন। সে সময় তিনি এক বন্ধুর সঙ্গে ডিনার করছিলেন। 

মামলার নথি অনুযায়ী, ওই নারীকে মারসার হোটেলে আমন্ত্রণ জানান গুডিং। পরে তাকে দুই দফায় ধর্ষণ করেন তিনি।

বাদীর দাবি, তিনি বারবার গুডিংকে নিষেধ করার পরেও জোরপূর্বক তিনি তাকে স্পর্শ করেন। 

তবে গুডিং নিজকে নির্দোষ দাবি করে বলেন, দুই পক্ষের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। 


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...