‘সহায়তা’ বিল পাস করায় সেনেটকে ধন্যবাদ জানালেন যেলেনস্কি

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৪ ২০২৪, ১১:১৩

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি। ছবি: সংগৃহীত

  • 0

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেইনকে ৬১ বিলিয়ন ডলার সহায়তা প্রদানের জন্য একটি বিল পাস করায় সেনেটকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি ও প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল।

ইউক্রেইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্ম জানায়, মঙ্গলবার সেনেটে সহায়তা বিল পাসের পর যেলেনস্কি ও শ্যামিহাল পৃথক এক্স বার্তায় এ ধন্যবাদ জানান।

যেলেনস্কি লেখেন, ‘আজ ইউক্রেইনের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা অনুমোদন করায় আমি সেনেটের কাছে কৃতজ্ঞ। আমি সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলকে তাদের শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে এই দ্বিদলীয় আইনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানাই। সেইসঙ্গে সেনেটর যারা এটির পক্ষে ভোট দিয়েছেন তাদেরও ধন্যবাদ জানাই।’

সেনেটে এই ভোট গণতন্ত্র এবং মুক্ত বিশ্বের নেতা হিসাবে অ্যামেরিকার ভূমিকাকে শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন ইউক্রেইন প্রেসিডেন্ট।

যেলেনস্কি সেই সমস্ত অ্যামেরিকানদের ধন্যবাদ জানিয়েছেন যারা ইউক্রেইনকে সমর্থন করে চলেছেন এবং স্বীকার করেছেন, এই সহায়তা বিলের রাজনীতির বাইরেও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

তিনি এক্সে বলেন, ‘আমি প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনকে সমানভাবে প্রশংসা করি। আশা করি, বিলটি শিগগিরই স্বাক্ষরিত হবে এবং এর মাধ্যমে আমাদের জন্য পরবর্তী সামরিক সহায়তা প্যাকেজ আসবে।’

তিনি লিখেছেন, ‘সামরিক এ সহায়তা ইউক্রেইনের দূরপাল্লার ক্ষমতা, আর্টিলারি ও বিমান প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ করবে যা শান্তি পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হবে।’

ইউক্রেইনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালও সহায়তা বিল পাসের জন্য সেনেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি এক্সে লেখেন, ‘সেনেট ইউক্রেইনের জন্য ৬১ বিলিয়ন ডলার অনুমোদন করেছে। সহায়তা প্যাকেজের বিলটি কংগ্রেসের উভয় কক্ষ সমর্থন করেছিল। নথিটি এখন স্বাক্ষরের জন্য অ্যামেরিকান প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে।

‘সেনেটরদের সঙ্গে তার বৈঠকের সময়, বিশেষত ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা শুমার এবং রিপাবলিকান নেতা ম্যাককনেল আমাকে আশ্বস্ত করেন যে ইউক্রেইনের প্রতি তাদের সমর্থন অটুট রয়েছে।’

প্রেসিডেন্ট বাইডেনকে ইঙ্গিত করে ইউক্রেইনের প্রধানমন্ত্রী এক্সে বলেন, ‘স্বাধীনতার লড়াইয়ে আপনার স্থিতিশীল নেতৃত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা অব্যাহত শক্তিশালী সমর্থনের জন্য মুখিয়ে আছি।’

কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট মঙ্গলবার মোট ৯৫ বিলিয়ন ডলারের একটি সহায়তা বিল পাস করে।


0 মন্তব্য

মন্তব্য করুন