ক্যালিফোর্নিয়ায় জলপ্রপাতে বাংলাদেশি তরুণীর মৃত্যু

টিবিএন ডেস্ক

জুলাই ৭ ২০২৩, ২২:৩৮

ক্যালিফোর্নিয়ার ইগল ফলস। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার ইগল ফলস। ছবি: সংগৃহীত

  • 0

ক্যালিফোর্নিয়ার সাউথ লেক তাহো সিটিতে জলপ্রপাতে ঘুরতে গিয়ে বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে।

এল ডোরাডো কাউন্টির ইগল ফলসে গেল ফোর্থ অফ জুলাইয়ের দিন এ ঘটনা ঘটেছে। মৃত ইশরাত বিনতে আযিম ভার্জিনিয়ায় বসবাস করতেন।

কাউন্টি শেরিফ অফিস জানায়, ইনডিপেনডেন্স ডে-এর ছুটি কাটাতে বন্ধুর সঙ্গে ইগল ফলসে বেড়াতে যান ২৫ বছর বয়সী ইশরাত। জলপ্রপাতের উপরের দৃশ্য দেখতে গার্ড রেইল দিয়ে ওঠেন তারা।

শেরিফ মিশেল লেনসিং জানান, জলপ্রপাতের উপরের পুলে পা ডুবিয়ে বসার চেষ্টা করেন ইশরাত। হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান।

উদ্ধারকর্মীরা গিয়ে নিচে ভাইকিংস্লোম ওয়াকওয়ের পাশের পুলে তার মরদেহ খুঁজে পায়।

ইশরাতের বাবা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বসবাস করেন। ইশরাত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে শেরিফ অফিস।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...