ব্যাকটেরিয়ার গুরুতর সংক্রমণের কারণে ১৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া কনসার্ট সফর বাতিল করেছিলেন পপ কিংবদন্তি ম্যাডোনা। তবে, এক বার্তায় তিনি সোমবার জানিয়েছেন, নতুন সূচিতে দ্রুত কনসার্টে ফিরছেন তিনি।
আগের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ অক্টোবর লন্ডনের কনসার্ট দিয়ে সফর শুরু করবেন ম্যাডোনা। এরপর সাত সপ্তাহ ধরে ইউরোপে চলবে তার সফর৷ শেষ হবে ৫ ও ৬ ডিসেম্বর লন্ডনে আরও দুটি কনসার্ট দিয়ে।
বাতিল হওয়া উত্তর অ্যামেরিকা অঞ্চলের কনসার্টের নতুন তারিখ ঘোষণা করবে তার দল এমনটা জানিয়েছেন তিনি।
৬৪ বছর বয়সী ম্যাডোনা বলেন, ‘আপনাদের প্রার্থনা ও উত্সাহের জন্য ধন্যবাদ। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আমার স্বাস্থ্য ঠিক হচ্ছে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে ফিরে আসব! আমার বর্তমান পরিকল্পনা উত্তর অ্যামেরিকা সফরের তারিখ পুনরায় নির্ধারণ করা ও অক্টোবরে ইউরোপে শো দিয়ে শুরু করা।’
ট্যুরটি মূলত ভ্যাঙ্কুভারে ১৫ জুলাই শুরু হওয়ার কথা ছিল। রিহার্সেলও সম্পন্ন হয়েছিল। কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ম্যাডোনাকে ২৪ জুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে বেশ কয়েকদিন থাকতে হয় তাকে।