ইউটাহর স্কুলে বাইবেল নিষিদ্ধ

টিবিএন ডেস্ক

জুন ৪ ২০২৩, ১৭:৩৭

ইউটাহর একটি স্কুল ড্রিস্ট্রিক্টে কিং জেমস বাইবেল নিষিদ্ধ। ছবি: সংগৃহীত

ইউটাহর একটি স্কুল ড্রিস্ট্রিক্টে কিং জেমস বাইবেল নিষিদ্ধ। ছবি: সংগৃহীত

  • 0

‘ভালগারেটি ও ভায়োলেন্স’ থাকার অভিযোগে ইউটাহর একটি স্কুল ড্রিস্ট্রিক্টে বাইবেল নিষিদ্ধ করা হয়েছে।

এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ওই অভিভাবকের অভিযোগ ছিল কিং জেমস বাইবেল শিশুদের জন্য অনুপযুক্ত। এতে অশ্লীল ও সহিংস বিষয়বস্তু রয়েছে।

ওই অভিভাবক আরও দাবি করেন, কিং জেমস বাইবেল অপ্রাপ্তবয়স্কদের কোনো মূল্যবোধের শিক্ষা দেয় না। তবে বাইবেলের ঠিক কোনো অধ্যায়ে অশ্লীলতা বা সহিংসতা রয়েছে তা পরিষ্কার করেননি সংশ্লিষ্টরা।

ওই অভিভাবক ২০২২ সালে বাইবেলে অশ্লীল ও সহিংস বিষয়বস্তু থাকার অভিযোগ আনেন। এরপর চলতি সপ্তাহে সল্ট লেক সিটির উত্তরে ডেভিস স্কুল ডিস্ট্রিক্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে স্কুল থেকে বাইবেলের সাত আটটি কপি সরানো হয়েছে। তবে তারা জানায়, এই বাইবেলগুলো পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত নয়।

ইউটাহর আগে টেক্সাস ও ক্যানসাসের স্কুল থেকেও বাইবেল সরানোর ঘটনা ঘটেছে।

ইউটাহর রিপাবলিকান গভর্মেন্ট ২০২২ সালে স্কুলগুলোতেও ‘পর্নোগ্রাফি বা অশ্লীল’ বই নিষিদ্ধ করে একটি আইন প্রণয়ন করে।

সেখানে এখন পর্যন্ত নিষিদ্ধ করা বেশিরভাগ বইয়ে যৌন অভ্যাস ও পরিচয়ের মতো বিষয়গুলো ছিল।

ডিসট্রিক্ট রায়ে বলা হয়েছে বাইবেলের বিষয়বস্তু ২০২২ সালে করা আইনকে লঙ্ঘন করে না। তবে অশ্লীলতা ও সহিংসতার বিষয়বস্তু অপ্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত নয়। তবে বাইবেলটি স্থানীয় হাই স্কুলে বহাল থাকবে ।


0 মন্তব্য

মন্তব্য করুন