সীমান্ত এলাকায় ৪৮ ঘণ্টায় ৪৪টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে রবিবার দাবি করেছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-ইরনা জানায়, ইরানের বর্ডার গার্ডস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলি গৌদারজি ইরানের সীমান্ত ইউনিটের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, সীমান্তরক্ষী বাহিনী ৪৪টি ড্রোন ও কোয়াডকপ্টারকে ইরানের আকাশসীমায় প্রবেশ করতে দেয়নি।
গৌদারজি বলেন, বর্ডার গার্ডস পুরোপুরি সতর্ক অবস্থায় আছে। তারা সন্ত্রাসী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী ও পাচারকারীদের মতো সব শত্রুপক্ষকে কড়া সতর্কবার্তা দিয়েছে যে, ইরানের সীমান্ত নিরাপত্তার প্রতি যেকোনো ধরনের হুমকি চূড়ান্ত শক্তিমত্তা দিয়ে মোকাবিলা করা হবে।
কমান্ডার জোর দিয়ে বলেন, ইরানের সব সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বর্ডার গার্ডস। তারা যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত।
ড্রোন ভূপাতিত করার দাবির বিষয়ে ইসরায়েলি কোনো বক্তব্য প্রকাশ করেনি ইরনা।
ইরানের ভূখণ্ডে শুক্রবার শুরুর সময়ে হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। জবাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
গত তিন দিন ধরে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।