জনি ডেপের ‘জোয়ান দ্যু ব্যারি’ দিয়ে ৭৬তম কান উৎসবের পর্দা উঠছে

টিবিএন ডেস্ক

মে ১৬ ২০২৩, ২০:১৯

সেলিব্রেটিদের বরণ করতে প্রস্তুত কান ফিল্ম ফেস্টিভ্যাল। ছবি: এপি

সেলিব্রেটিদের বরণ করতে প্রস্তুত কান ফিল্ম ফেস্টিভ্যাল। ছবি: এপি

  • 0

ফরাসি সম্রাট পঞ্চদশ লুইয়ের চরিত্রে জনি ডেপ অভিনীত চলচ্চিত্র ‘জোয়ান দ্যু ব্যারি’ প্রিমিয়ারের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের আয়োজন হচ্ছে ফ্রান্সের কান শহরের কোট ডি আজুরের একটি রেস্তোরাঁয়।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে মঙ্গলবার। এদিন সম্মানসূচক পালমে ডি'অর পুরস্কার দেয়া হবে মাইকেল ডগলাসকে। সর্বোচ্চ এই পুরস্কার নির্ধারণকারী জুরিদেরও পরিচয় করিয়ে দেয়া হবে।

১২ দিনের এই চলচ্চিত্র উৎসবে জেমস ম্যানগোল্ডের 'ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অফ দ্য ডেসটিনি' এবং মার্টিন স্করসেসির 'কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন'-এর মতো বহুল প্রত্যাশিত বড় বাজেটের সিনেমা প্রদর্শিত হবে।

উৎসবে যোগ দিতে আগামী দেড় সপ্তাহের মধ্যে কানের রেড কার্পেটে পা পড়বে নাটালি পোর্টম্যান, লিওনার্দো ডিক্যাপ্রিও, কেট ব্লানচেট, শন পেন, অ্যালিসিয়া ভিকান্দার, দ্য উইকেন্ড ও স্কারলেট জোহানসনের মতো তারকাদের।

এ বছর জুরির নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ চলচ্চিত্র নির্মাতা রুবেন অস্টলুন্ড। তার সামাজিক ব্যঙ্গাত্মক সিনেমা 'দ্য ট্রায়াঙ্গল অফ স্যাডনেস'  গত বছর সেরা সিনেমার পুরস্কার পায়।

জুরি বোর্ডের বাকি সদস্যরা হলেন, ব্রি লারসন, পল দানো, ফরাসি পরিচালক জুলিয়া ডুকোরনাউ, আর্জেন্টিনার চলচ্চিত্র নির্মাতা দামিয়ান সিফ্রন, আফগান পরিচালক আতিক রাহিমি, ফরাসি অভিনেতা ডেনিস মেনোশেট, মরক্কোর চলচ্চিত্র নির্মাতা মরিয়ম তুরজানি ও জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক রুঙ্গানো নিয়োনি।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...