উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

টিবিএন ডেস্ক

নভেম্বর ৫ ২০২৪, ১৩:৪৬

প্রেসিডেন্ট নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরের লাইন। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরের লাইন। ছবি: সংগৃহীত

  • 0

দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ‘স্বতঃস্ফূর্ত’ অংশগ্রহণ দেখা গেছে।

সময়ের ভিন্নতার কারণে স্থানীয় সময় সকাল ৫ টা থেকে শুরু করে রাত ৮ টার মধ্যে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে স্টেইটগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ব্যাটলগ্রাউন্ড স্টেইটগুলোতেও ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। দুই প্রধান প্রার্থী কামালা হ্যারিস ও ডনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দিতা হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫ টার দিকে ভার্মন্টে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৬টায় কানেটিকাট, ইন্ডিয়ানা, কেন্টাকি, মেইন, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া; সকাল ৬:৩০টায় ওহাইও, উত্তর ক্যারোলাইনা, ওয়েস্ট ভার্জিনিয়া; সকাল ৭টায় অ্যালাবামা, ডেলাওয়্যার, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, ক্যানসাস, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিজৌরি, পেনসিলভেনিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা, টেনেসিতে ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া সকাল ৮টায় অ্যারিযোনা, আইওয়া, লুইজিয়ানা, মিনেসোটা, সাউথ ডাকোটা, নর্থ ডেকোটা, ওকলাহোমা, টেক্সাস, উইসকনসিনে ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে প্রথা অনুযায়ী, নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচের একমাত্র ভোটকেন্দ্রটিতে রাত ১২ টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়। সাংবাদিকদের উপস্থিতিতে অ্যাকর্ডিয়নের সুরে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ভোট শুরু হয় ডিক্সভিল নচে। সেখানে খুব অল্প সময়ের মধ্যেই তাদের ভোটগ্রহণ শেষ হলে ফলাফলও জানা হয়ে যায়। সেখানে সমান ৩ টি করে ভোট পেয়েছেন কামালা হ্যারিস ও ডনাল্ড ট্রাম্প।

নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন অনুসারে, কোনো আসনে অধিবাসীর সংখ্যা ১০০ জনের কম হলে তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারেন। সব নিবন্ধিত ভোটার তাদের নাগরিক দায়িত্ব পালন শেষ করলে ভোটগ্রহণ বন্ধ হয়। তাৎক্ষণিকভাবে গণনাও শেষ করে ফেলা হয়।

বিভিন্ন স্টেইটের রীতি অনুযায়ী পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে নিউ ইয়র্ক, ভার্জিনিয়াসহ দেশের সব স্টেইটে ভোটগ্রহণ শুরু হয়ে যায়।

ভোটের লড়াইয়ে কামালা হ্যারিস ও ডনাল্ড ট্রাম্প ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৭১ বছর বয়সি খ্যাতনামা অধ্যাপক কর্নেল ওয়েস্ট, গ্রিন পার্টি থেকে ৭৪ বছর বয়সি নারী রাজনীতিক জিল স্টেইন, লিবারটেরিয়ান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী চেজ অলিভার এবং পার্টি ফর সোস্যালিজম অ্যান্ড লিবারেশন দলের প্রার্থী ক্লদিয়া দে লা ক্রুজ।

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টেইট মিশিগান এবং পেনসিলভেনিয়া। দুটি স্টেইটেই সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়।

এবারের নির্বাচনে প্রাধান্য পাচ্ছে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, গর্ভপাত, স্বাস্থ্য ব্যবস্থা ও অভিবাসন এবং বিদেশ নীতির মধ্যে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ, বিশেষ করে প্যালেস্টাইনে ইযরায়েলের আক্রমণে সহায়তার মতো বিষয়গুলো।


0 মন্তব্য

মন্তব্য করুন