অ্যালাবামায় বার্থডে পার্টিতে গুলিতে অন্তত ৬ মৃত্যুর দাবি

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৬ ২০২৩, ২০:০৮

পুলিশ এ ঘটনায় তদন্ত করছে। ছবি: দ্য আউটলুক

পুলিশ এ ঘটনায় তদন্ত করছে। ছবি: দ্য আউটলুক

  • 0

অ্যালাবামার ডেডভিলে শনিবার সন্ধ্যায় এক বার্থডে পার্টিতে গুলিতে বেশ কয়েক জন নিহত এবং বহু আহত হওয়ার খবর দিচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম।

তবে পুলিশের পক্ষ থেকে এখনও এ বিষয়ে  আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। 

ফক্স নিউয ও ডব্লিউআরবিএলের তথ্য অনুযায়ী, গুলির খবর পেয়ে শনিরার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছান ডেডভিল পুলিশ, ট্যাল্লাপুসা কাউন্টি শেরিফ’স অফিস এবং অ্যালাবামা স্টেইট ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা। 

গুলির ওই ঘটনা ঘটে ইস্ট গ্রিন স্ট্রিট ও নর্থ ব্রডনাক্স স্ট্রিটের সংযোগস্থলের একটি ভবনে; এক কিশোরের বার্থডে পার্টিতে।

অ্যালাবামা ল এনফোর্সমেন্ট এযেন্সির বরাতে দ্য আউটলুক জানায়, এ ঘটনায় অন্তত চারজনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ।

তবে প্রত্যক্ষদর্শীদের তোলা ছবির বরাতে ফক্স নিউয জানায়, গুলিতে ছয় জনের বেশি নিহত হয়েছে, যাদের অনেকে ঘটনাস্থলেই প্রাণ হারান। এক প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে অন্তত ছয়টি মরদেহ সাদা কাপড়ে ঢাকা অবস্থায় দেখতে পাওয়ার দাবি করেছেন। 

ডব্লিউআরবিএলের দাবি, গুলিবর্ষণে প্রায় ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ডিটেকটিভরা জানান, জন্মদিন উদযাপনের সময় বিবাদের জের ধরে গুলি চালানোর ঘটনা ঘটে। 

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন কাউকে গ্রেফতার করতে পারেনি।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...