বাইডেনের সফর সংক্ষিপ্ত হওয়ায় কোয়াড সামিট বাতিল

টিবিএন ডেস্ক

মে ১৭ ২০২৩, ১৮:২২

২০২২ কোয়াড সামিটে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিয (বাঁয়ে), জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে)। ফাইল ছবি

২০২২ কোয়াড সামিটে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিয (বাঁয়ে), জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে)। ফাইল ছবি

  • 0

জি সেভেন সামিটে যোগ দিতে বুধবার জাপানের উদ্দেশে রওনা দিচ্ছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফর শেষে কোয়াড সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়ায় ও পরে পাপুয়া নিউগিনিতে যাওয়ার কথা থাকলেও দেশে ঋণসীমা বাড়াতে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় বসতে হবে বলে তা বাতিল করেছে বাইডেন প্রশাসন।

বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করার চেয়ে তিনি ঘরোয়া সংকটের সমাধানকেই প্রাধান্য দিচ্ছেন। 

হোয়াইট হাউয গত মঙ্গলবার জানিয়েছে, অ্যামেরিকা খেলাপি হওয়ার আগেই ঋণসীমা বাড়াতে সমঝোতায় পৌঁছাতে হবে বাইডেন প্রশাসনকে। এ কারণে জাপান সফর শেষ করেই দ্রুত ওয়াশিংটন ডিসিতে ফিরে আসবেন বাইডেন। 

বাইডেন সফর বাতিল করায় অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড সামিটও বাতিল ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিয। ওই সামিটে অ্যামেরিকা, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সরকার প্রধানদের অংশ নেয়ার কথা ছিল। 

অ্যালবানিয বুধবার বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কোয়াড নেতারাও জাপান সফর করছেন। সেখানেই প্রয়োজনীয় আলোচনা সেড়ে নেয়া যাবে। 

এবারের জি সেভেন সামিট হচ্ছে হিরোশিমায়। সেখানে সাত দেশের নেতাদের মধ্যে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখা এবং তাইওয়ান ও সাউথ চায়না সি-তে চীনের আগ্রাসনের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। 


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...