সৌদি আরবে অ্যামেরিকা -রাশিয়ার আলোচনায় অংশ নেবে না ইউক্রেইন

টিবিএন ডেস্ক

ফেব্রুয়ারি ১৭ ২০২৫, ১৭:২৬

প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি। ছবি: সংগৃহীত

  • 0

ইউক্রেইন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যামেরিকা ও রাশিয়ার মধ্যকার আলোচনা। তবে  এই আলোচনায় ইউক্রেইন অংশগ্রহণ করবে না বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি।

প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে মঙ্গলবার এক আলোচনায় অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন সেক্রেটারি অফ স্টেইট মার্কো রুবিও এবং রাশিয়ার ফরেন মিনিস্টার সের্গেই ল্যাভরভ। যুদ্ধ বন্ধের বিষয়ে কার্যকরী ভূমিকা নিয়ে আলোচনা করবেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা।

তবে এই আলোচনায় ইউক্রেইন অংশ নিচ্ছে না বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি। সোমবার আবু ধাবিতে অনুষ্ঠিত একটি প্রেস কনফারেন্সে ভিডিও কলে যোগ দিয়ে তিনি বলেন, কিয়েভের ভবিষ্যৎ নিয়ে হতে যাওয়া যেকোন আলোচনায় কিয়েভের অংশগ্রহণ আবশ্যক।

তিনি বলেন, ইউক্রেইন সৌদি আরবে আলোচনায় অংশ নেবে না। ইউক্রেইন কে ছাড়াই দেশটিকে নিয়ে হওয়া কোন আলোচনার ফল গ্রহণযোগ্য হবে না বলে আমরা মনে করি। ইউক্রেইনের উপস্থিতি ছাড়াই আমাদের নিয়ে হওয়া এই জাতীয় কোন ধরনের চুক্তিকে আমরা স্বীকৃতি দেবো না।

অ্যামেরিকার সহায়তার বিনিময়ে ইউক্রেইনের বিশাল প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তির অংশ হিসেবে ইউক্রেইনের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যামেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেইনিয়ান এই নেতা। পাশাপাশি ইউক্রেইনের সুরক্ষা চুক্তির বিষয়টিও তুলে ধরেন তিনি।

যেলেন্সকির সৌদি আরবে রাষ্ট্রীয় সফর আগে থেকেই নির্ধারিত থাকায় তিনি বুধবার সৌদি আরব সফর করবেন। তবে অ্যামেরিকা ও রাশিয়ার আলোচনার সাথে তার সফরের কোন সম্পর্ক নেই বলে জানান তিনি। তবে সফরকালে ট্রাম্পের ইউক্রেইনে নিযুক্ত দূত কিথ কেলগকে সেনাদের সাথে দেখা করার আমন্ত্রণ জানাবেন যেলেন্সকি।

এছাড়া ভিডিও বার্তায় যেলেন্সকি যুদ্ধ বিরতি চুক্তি আলোচনা এগিয়ে নিয়ে চায়নাকে যুক্ত করার ওপর জোর দেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য পুতিনের ওপর চাপ প্রয়োগে চায়নার সাথে আলোচনা ও এ বিষয়ে অগ্রগতির জন্য চায়নাকে যুক্ত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রথমবারের মতো এ বিষয়ে চায়নার আগ্রহ দেখতে পাচ্ছি। আমার মনে হয় সকল প্রক্রিয়া দ্রুত হওয়ায় এটি সম্ভব হয়েছে।

এছাড়া যুদ্ধ বিরতি চুক্তি কার্যকরে বন্দী বিনিময় এবং মুক্তিপ্রাপ্ত বন্দীদের সংখ্যা বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ করতে ইউ এ ই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি আহ্বান জানান যেলেন্সকি।

এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে চলমান আলোচনার মধ্যেই সোমবার রাতভর কিয়েভে ১৪৭টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেইনের পক্ষ থেকে দাবি করা হয়,১৪৭টি ড্রোনের মধ্যে ৮৩টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনী। এছাড়া বাকী ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়। হামলায় একজন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...