ইউক্রেইনের লিভিভে রাশিয়ার বিমান হামলা, নিহত ৭

টিবিএন ডেস্ক

সেপ্টেম্বর ৪ ২০২৪, ১২:০৭

হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

  • 0

ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে বুধবার রাতে নতুন করে রুশ হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে।

লিভিভের মেয়র আন্দ্রি সাদোভি হামলার তথ্য নিশ্চিত করে বলেছেন, বুধবার ভোরে রাশিয়া ড্রোন ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।

লিভিভের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে নয় ও ১৪ বছর বয়সী দুই শিশু ও একজন নারী রয়েছেন। নিহত সাতজনের মধ্যে চারজনই একই পরিবারের।হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

সাদোভি জানিয়েছেন শহরের ঐতিহাসিক কেন্দ্রের ঘরবাড়ি, স্কুল ও ক্লিনিক সহ ৫০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ক্রিভি রিহ শহরে একটি হোটেল ও এর আশপাশের ব্লকে ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইউক্রেইনের সম্ভাব্য বিমান হামলার সতর্কতা জা্রির মধ্যেই এই হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে শহরটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি ইউক্রেইনের প্রতিরক্ষা শিল্প স্থাপনায় কিনঝাল হাইপারসনিক অস্ত্রের সাহায্যে নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইউক্রেইনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ১৩টি ক্ষেপণাস্ত্র ও ২৯টি অ্যাটাক ড্রোন হামলা করেছে। জবাবে ইউক্রেইন রাশিয়ার সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ২২টি ড্রোন ভূপাতিত করেছে।

এছাড়া ইউক্রেইনের মধ্যাঞ্চলীয় শহর পোলতাভার একটি সামরিক প্রতিষ্ঠানে মঙ্গলবার বড় ধরনের হামলায় অন্তত ৫০ জন নিহত হওয়ার পর এ হামলা চালানো হলো।

উদ্ধারকর্মীরা ইনস্টিটিউটের ধ্বংসস্তূপের ভেতর থেকে বেঁচে যাওয়াদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছেন।

এক বিবৃতিতে ইউক্রেইনের স্থলবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি যে স্থাপনায় আঘাত হেনেছে সেখানে থাকা ব্যক্তিদের রক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে তদন্ত চলছে।


0 মন্তব্য

মন্তব্য করুন