দিল্লিতে প্রকাশ্য রাস্তায় কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা

টিবিএন ডেস্ক

মে ২৯ ২০২৩, ২১:২৩

দিল্লিতে কিশোরীকে হত্যার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। ছবি: সংগৃহীত

দিল্লিতে কিশোরীকে হত্যার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। ছবি: সংগৃহীত

  • 0

ভারতের রাজধানী দিল্লিতে ১৬ বছর বয়সী কিশোরীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির শাহবাদ ডায়েরি এলাকার জনবহুল রাস্তায় রোববার এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হত্যাকারীর। তার নাম সাহিল, বয়স ২০ বছর। মেয়েটিকে কুপিয়ে হত্যার কয়েক ঘণ্টা আগেই দুজনের মধ্যে ঝগড়া হয়। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মেয়েটিকে বার বার ছুরিকাঘাত করার পর বড় পাথর দিয়ে তার মাথা থেঁতলে দেয় অভিযুক্ত হত্যাকারী। 

ঘটনার সময় আশেপাশে অনেক মানুষ উপস্থিত থাকলেও মেয়েটিকে সাহায্য করতে কেউ এগিয়ে যাননি। বরং অনেককে মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও করতে দেখা যায়। পাশ কাটিয়ে চলে যান অনেকেই। 

সোশ্যাল মিডিয়ায় মেয়েটিকে হত্যার ভিডিও ছড়িয়ে পড়েছে। 

দিল্লি পুলিশের সিনিয়র কর্মকর্তা রাভি কুমার সিং বার্তা সংস্থা এএনআইকে বলেন, ওই কিশোরী তার এক বন্ধুর ছেলের জন্মদিনের পার্টিতে যাচ্ছিল। এ সময় তার উপর হামলা করে প্রেমিক সাহিল।  

সাহিলকে সোমবার উত্তর প্রদেশের বুলান্দশহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

দিল্লির চিফ মিনিস্টার আরভিন্দ কেযরিওয়াল এক টুইটে বলেন, ‘এটি খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যজনক ঘটনা… অপরাধীরা দিন দিন ভয়শূন্য হয়ে পড়ছে। তারা আর পুলিশকে পরোয়া করে না।’


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...