কঙ্গোর গোমায় সহিংসতায় নিহতদের গণকবর দেয়া হচ্ছে

টিবিএন ডেস্ক

ফেব্রুয়ারি ৪ ২০২৫, ১৪:২৮

গণকবর দেয়া হচ্ছে সহিংসতায় নিহতদের। ছবি: সংগৃহীত

গণকবর দেয়া হচ্ছে সহিংসতায় নিহতদের। ছবি: সংগৃহীত

  • 0

কঙ্গোর গোমা শহরে রুয়ান্ডা সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষে নিহতদের গণকবর দেয়া হচ্ছে। এমটুয়েন্টি থ্রি নামের ওই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে কয়েক শ কঙ্গোলিজ মারা গেছেন।

স্বেচ্ছাসেবী এবং স্বাস্থ্য কর্মীরা দাফনের জন্য নিয়ে যাচ্ছেন একের পর এক মৃতদেহ। রুয়ান্ডা সমর্থিত এমটুয়েন্টি থ্রি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী গত সপ্তাহে আফ্রিকান দেশ কঙ্গোর গোমা শহর আক্রমণের পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে শহরটি।

সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে কয়েক দিনের ব্যবধানে নয়শর বেশি মানুষ নিহত হয়েছেন বলে আটটি এজেন্সি নিশ্চিত করেছে। মর্গে জায়গা না থাকায় হাসপাতালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকের মরদেহ। যার বেশিরভাগই পচে যেতে শুরু করেছে। গোমার বাসিন্দা মামা চিজা কয়েকশ মৃতদেহের ভিড়ে খুঁজছেন তার ছেলেকে। তিনি বলেন, ‘আমার ছেলে বাড়িতেই ছিল। আমাদের ওপর বোমা হামলা হলে আমাদের প্রতিবেশি শিশু আহত হয়। আমার ছেলে শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে একজন সেনা তাকে গুলি করে। পরবর্তীতে মানুষ নিহতদের মর্গে নিয়ে আসে।’

সহিংসতার পর শহরটি বর্তমানে শান্ত রয়েছে। সরকারি বাহিনী তাদের সামরিক সরঞ্জাম ও গাড়ি নিয়ে শহর ছেড়ে পালিয়েছে। গোমার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। স্থানীয় বাসিন্দারা সংঘাত বন্ধে সকলকে আলোচনায় বসার আহবান জানিয়ে বলেন, ‘ আমরা কিছু বলার ভাষা পাচ্ছি না। আমরা এভাবে বাঁচতে পারবো না। এটি খুবই কষ্টদায়ক। আমাদের সংঘাতে জড়ানো উচিত নয়। নেতাদের উচিত আলোচনার মাধ্যমে এই সমস্যার একটি সমাধান বের করা। আমরা এধরনের পরিস্থিতি চাই না।’

এরিমধ্যে জাতিসংঘসহ অন্যান্য সাহায্যকারী কর্মীদের গোমা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এছাড়া দ্রুত কঙ্গোর রাজধানী কিনসাসা ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে অ্যামেরিকার নাগরিকদেরও।

আন্তর্জাতিক সম্প্রদায় কঙ্গোর চলমান সংঘাত নিরসনে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ এমন অভিযোগ এনে গত সপ্তাহে কয়েক শ বিক্ষোভকারী দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের অ্যাাম্বাসিতে হামলা চালিয়েছে। দিন যত যাচ্ছে ততই অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে কঙ্গোর সংঘাতময় পরিস্থিতি ।


0 মন্তব্য

মন্তব্য করুন