নিউ ইয়র্কে ২৪ ঘণ্টায় কয়েক শ্যুটিং, নিহত ৫

টিবিএন ডেস্ক

জুন ২০ ২০২৩, ১৮:০৮

ফাইল ছবি

ফাইল ছবি

  • 0

নিউ ইয়র্ক সিটিতে এক দিনে গুলির কয়েক ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। সিটির বিভিন্ন এলাকায় সোমবার ঘটনাগুলো ঘটে।

এর মধ্যে ব্রঙ্কসের লংউড সেকশনের সিম্পসন স্ট্রিটে সোমবার রাত ১১টার দিকে একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে পাওয়া যায় ৫৬ বছর বয়সী এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ। তার শরীরে একাধিক গুলি করা হয়েছে।

তার নাম কেভিন রবার্টস বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।

ব্রঙ্কসের লংউড সেকশনেই সোমবার দুপুরে আরেকটি গুলির ঘটনা ঘটে। লংফেলো অ্যাভিনিউর রাস্তা থেকে ২৭ বছর বয়সী এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুলি করা হয়েছিল।

এই বরোর উইলিয়ামসব্রিজ সেকশনের হোয়াইট প্লেইনস রোডে একটি দোকানের সামনে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

ব্রুকলিনে একই দিন সন্ধ্যা ৬টার দিকে রাস্তায় গুলি করে হত্যা করা হয় ১৬ বছর বয়সী এক ছেলেকে।

ছেলেটির বাড়ি মার্কাস গ্যারভি বুলভার্ড এলাকায়। বাড়ির কাছেই বেডফোর্ড স্টায়ভেস্যান্ট সেকশনে রাস্তার ধারে সন্ধ্যায় দাঁড়িয়ে ছিল সে। এসময় তাকে গুলি করা হয়।

সিটির ম্যানহাটনে গুলিবিদ্ধ হয়েছেন তিন জন। হাসপাতালে নেয়ার পর একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া সোমবার সন্ধ্যায় স্ট্যালেন আইল্যান্ডে দুই জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

কোনো ঘটনারই বিস্তারিত তথ্য জানায়নি এনওয়াইপিডি। গ্রেফতার করা হয়নি কাউকে।

প্রতিটির তদন্ত চলছে বলে জানিয়েছেন অফিসাররা।


0 মন্তব্য

মন্তব্য করুন