অ্যামেরিকার ইনডিপেনডেন্স ডে ফোর্থ অফ জুলাইয়ের উইকেন্ডের নানা উদযাপন শেষে বিভিন্ন শহরের আকাশ আতশবাজির ছটায় আলোকিত হয়েছে। তবে সেই উদযাপন ফিকে করে আতশবাজির বিস্ফোরণে মিশিগান স্টেইটে প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন নয়জন।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ইনডিপেনডেন্স ডে উদযাপন করতে মিশিগানের একটি বাড়ির সদস্যরা আতশবাজি পোড়ান। এ সময় বিস্ফোরণে ৪৩ বছর বয়সী এক নারীর মৃত্যু ঘটে। ওই বাড়ির আরও নয় সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায়, সোমবার রাত ১১টার দিকে মিশিগানের মেইন স্ট্রিট ও এন. ওয়ান হান্ড্রেড সিক্সটি অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে পার্ক টাউনশিপের একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটে।
ভয়াবহ এই বিস্ফোরণে ওই বাড়ির আশেপাশের বাড়িঘর ও রাস্তার পাশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অটোওয়া কাউন্টি শেরিফের অফিসের একজন কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণটি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বা ব্যবহারকারীর কোনো ত্রুটির কারণে ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত নয়।