ফ্লোরিডায় গাড়ি ছিটকে পুকুরে, নিহত ৫         

টিবিএন ডেস্ক

জুন ২৭ ২০২৩, ১৮:৪৭

ফ্লোরিডায় পুকুর থেকে উদ্ধার করা দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় পুকুর থেকে উদ্ধার করা দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

  • 0

ফ্লোরিডায় একটি পুকুরে ডুবে যাওয়া গাড়ি থেকে পাঁচ টিনএজারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার জন স্থানীয় স্টেকহাউযের কর্মী।

ফ্লোরিডার ফোর্ট মেয়ের্সের একটি পুকুর থেকে সোমবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। দুর্ঘটনাটি ঠিক কোন সময় ঘটে তা নিশ্চিত না করলেও পুলিশের ধারণা রোববার গভীর রাত থেকে সোমবার ভোররাতের কোনো এক সময় ঘটেছে।

নিহত সবার বয়স ১৮ থেকে ১৯ বছর। তারা হলেন, টেক্সাস রোডহাউয নামের স্টেকহাউযের কর্মী অ্যামান্ডা ফার্গুসন, এরিক কক্স, ব্রেয়ানা কোলম্যান, জ্যাকসন এরি ও ব্রেয়ানার প্রেমিক জিযায স্যালিন্যাস।

পুলিশ জানায়, ওই চার জন কাজ শেষে রোববার রাতে কালো রংয়ের কিয়া সেডানে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পরদিন সকালেও বাড়ি না ফেরায় তাদের অভিভাবকরা পুলিশে খবর দেয়।

ফোর্ট মেয়ের্স পুলিশ খোঁজখবর নিয়ে ইন্টারস্টেইট- সেভেন্টিফাইভের কাছে একটি পুকুরে কিয়া গাড়িটি ডুবন্ত অবস্থায় দেখে। এর ভেতর থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...