রবার্ট ডি নিরো এবং তার নাতি লিওনার্দো ডি নিরো-রদ্রিগেজ। ছবি: সংগৃহীত
0
হলিউড তারকা রবার্ট ডি নিরোর নাতির মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে সংশ্লিতার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ।
নিউ ইয়র্ক সিটিতে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় ২০ বছর বয়সী সোফিয়া হ্যালি মার্কসকে।
পুলিশ জানিয়েছে, ডি নিরোর নাতি ১৯ বছর বয়সী লিওনার্দো ডি নিরো-রদ্রিগেজ হ্যালির কাছ থেকে মাদক কিনতেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে মারা গেছেন লিওনার্দো।
হ্যালিকে শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।
পারকোসেট নামের মাদক সরবরাহ করতেন বলে মাদকসেবীদের কাছে ‘পারকোসেট প্রিন্সেস’ নামে পরিচিত হ্যালি।
লোয়ার ম্যানহাটনের বাড়িতে গত ২ জুলাই লিওনার্দোর মৃত্যু হয়। মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি।
দুইবারের সেরা অভিনেতার অস্কারজয়ী রবার্ট ডি নিরোর এই নাতিও ছিলেন অভিনয়শিল্পী। মায়ের সঙ্গে ২০১৮ সালে ‘অ্যা স্টার ইজ বর্ন’ এবং ‘ক্যাবারে ম্যাক্সিম’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।