বন্ধ হয়ে যাচ্ছে বাযফিড নিউয

টিবিএন ডেস্ক

এপ্রিল ২১ ২০২৩, ১৯:৪৭

বন্ধ হয়ে যাচ্ছে বাযফিড নিউয
  • 0

ব্যায় সংকোচনের অংশ হিসেবে বাযফিড নিউয বন্ধ করে দিচ্ছে এর প্যারেন্ট প্রতিষ্ঠান বাযফিড ইন্ক। প্রতিষ্ঠানটি কর্মীদের ইমেইল দিয়ে এ ঘোষণা জানিয়েছে।

ইমেইলের তথ্য অনুযায়ী খবরটি জানিয়েছে এনবিসি নিউজ।

বাযফিড ইন্ক এর সিইও ও সহপ্রতিষ্ঠাতা যোনাহ পেরেটি ইমেইলে বলেন, ‘কোম্পানির প্রায় সব বিভাগে ছাটাই চলছে। এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোম্পানি বাযফিড নিউযকে স্বতন্ত্রভাবে চলার জন্য আর খরচ দিতে পারবে না।‘

বাযফিড নিউযের প্রতি ভালোবাসার কারণে এতে অতিরিক্ত বিনিয়োগ করা হয়েছে জানিয়ে পেরেটি লিখেছেন, ‘খুব সময় লেগেছে বুঝতে যে সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি বিশেষায়িত ও অবাধ সাংবাদিকতাকে চালিয়ে নিতে প্রয়োজনীয় সংস্থান বা আর্থিক সহায়তা বড় প্লাটফর্মগুলো দিতে পারে না।‘

বাযফিড নিউযের পর কোম্পানিটির একমাত্র সংবাদমাধ্যম ব্র্যান্ড হিসেবে থেকে যাবে হাফপোস্ট। সেখানে ও বাযফিড ডটকমে বাযফিড নিউজের কর্মীরা চাকরির জন্য আবেদনের সুযোগ পাবেন বলে জানান সিইও।  

২০১২ সালে বের হওয়া বাযফিড নিউয চীনে মুসলমানদের আটক করা নিয়ে সিরিয প্রতিবেদন প্রচার করে ২০২১ সালে পুলিৎজার জিতে নেয়। 


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...