২২টি স্টেইটে ১২৫ টর্নেডোর আঘাত, টালাহাসিতে নিহত ১

টিবিএন ডেস্ক

মে ১১ ২০২৪, ১১:০৯

টালাহাসিতে  টর্নেডোর আঘাতে রাস্তার ওপর ভেঙ্গে পড়া গাছ। ছবি: সংগৃহীত

টালাহাসিতে টর্নেডোর আঘাতে রাস্তার ওপর ভেঙ্গে পড়া গাছ। ছবি: সংগৃহীত

  • 0

সোমবার থেকে এখন পর্যন্ত দেশের ২২টি স্টেইটে কমপক্ষে ১২৫টি টর্নেডো আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

এবিসি নিউজ জানায়, শুক্রবার ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনওয়াইএস) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এনওয়াইএস জানায়, দেশের সমভূমি এবং মধ্য-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব এলাকা পর্যন্ত টর্নেডো, বাতাস ও শিলাবৃষ্টিসহ সামগ্রিকভাবে প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ১,৪০০টিরও বেশি টর্নেডোর খবর পাওয়া গেছে।

শুক্রবারের বিবৃতিতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, শুক্রবার সকালে লিওন কাউন্টির টালাহাসিতে একটি টর্নেডো সতর্কতা জারি করা হয়।

লিওন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, শুক্রবার টালাহাসির একটি বাড়িতে গাছ পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে।

টালাহাসি এলাকায় ‘প্রচুর ক্ষয়ক্ষতির’ প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

এনওয়াইএস এক এক্স বার্তায় জানিয়েছে, ‘প্রচন্ড বাতাস না টর্নেডোর কারণে এ ক্ষয়ক্ষতির হয়েছে তা খুব দ্রুতই নির্ধারণ করা হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি আরও স্পষ্ট হবে। তবে আপাতত আমাদের এখনও তীব্র প্রতিকূল আবহাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।’

লিওন কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মতে, শুক্রবার সকালে পার্শ্ববর্তী গ্যাডসডেন কাউন্টিতে তিনটি টর্নেডো হওয়ার প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, যা এনওয়াইএস যাচাই করছে।

লিওন কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বলেছে, ঝড়ের কারণে সমস্ত লিওন কাউন্টিতে মারাত্মক আবহাওয়া বিরাজ করছে। উদ্ধার ক্রুরা ভেঙে পড়া গাছগুলো পরিষ্কার করছে এবং ভবনগুলোর ক্ষতি মূল্যায়ন করছে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় পাহাড়ি ঝিরিতে ভেসে ২ শিশুর মৃত্যু

টালাহাসির ফ্লোরিডা স্টেইট ইউনিভার্সিটি ক্যাম্পাস শুক্রবার তীব্র প্রতিকূল আবহাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের ক্রুরা ক্ষয়ক্ষতির মূল্যায়নের পাশাপাশি ক্যাম্পাস পরিষ্কার করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু অংশে শুক্রবার তীব্র বাতাসসহ প্রতিকূল আবহাওয়া বিদ্যমান ছিল বলে জানিয়েছে এনওয়াইএস।

এনওয়াইএসের তথ্য মতে, আইওয়া, মিযৌরি, জর্জিয়া এবং মিসিসিপিজুড়ে বৃহস্পতিবার কমপক্ষে পাঁচটি টর্নেডোর খবর পাওয়া গেছে।

এ ছাড়া অস্টিন ও টেক্সাসের পশ্চিমে পাঁচ ইঞ্চি পর্যন্ত ব্যাস বিশিষ্ট শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে এবং ঘণ্টায় ৭৬ মাইল বেগের তীব্র বাতাস অ্যালাবামাতে আঘাত হেনেছে।

শুক্রবার জর্জিয়া এবং ফ্লোরিডার কিছু অংশে প্রবল বজ্রসহ ঝড় হয়েছে।

বজ্রসহ ঝড়ের কারণে শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডায় ১৪২,০০০ এরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।

এ দিকে, শুক্রবার বিকেলে ক্যারোলাইনাস এবং জর্জিয়ায় ঝড়ের একটি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

ক্যারোলাইনাসের কিছু অংশে রাত ৯টা পর্যন্ত ক্ষতিকারক বাতাস, শিলাবৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাতের সম্ভাবনায় একটি তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

তীব্র প্রতিকূল আবহাওয়া এ সপ্তাহের শেষে কিছুটা কমতে পারে বলে জানিয়েছে এনওয়াইএস।

তবে, এই সপ্তাহের শেষের দিকে এবং পরবর্তী সপ্তাহের শুরুতে একটি নতুন ঝড়ের আশঙ্কা গড়ে উঠলে টেক্সাস থেকে জর্জিয়া পর্যন্ত উপসাগরীয় উপকূলে খুব ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

স্থানীয়ভাবে উপসাগরীয় উপকূলের কিছু এলাকায় আগামী কয়েকদিনে আধা ফুটেরও বেশি বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে এনওয়াইএস।


0 মন্তব্য

মন্তব্য করুন