ডিপফেক পর্নোগ্রাফির নিয়ে ক্ষমা চাইল টেলিগ্রাম

টিবিএন ডেস্ক

সেপ্টেম্বর ৪ ২০২৪, ১৩:৫১

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

  • 0

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করা ডিপফেক পর্নোগ্রাফির জন্য সাউথ কোরিয়া কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছে টেলিগ্রাম।

সাউথ কোরিয়াতে ইতোমধ্যে এ ধরনের ডিজিটাল যৌন অপরাধ মহামারির মতো ছড়িয়ে পড়েছে। সাউথ কোরিয়ার পুলিশ জানিয়েছে তারা টেলিগ্রামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

সম্প্রতি দেশটিতে বিপুলসংখ্যক টেলিগ্রাম চ্যাট গ্রুপের সন্ধান পাওয়া গেছে যার বেশিরভাগই কিশোর-কিশোরীদের মাধ্যমে পরিচালিত হয়। এসব চ্যাট গ্রুপের তারা তরুণীদের ছবি ব্যবহার করে যৌনতা পূর্ণ ডিপফেক তৈরি করছে।

টেলিগ্রাম কর্তৃপক্ষ বলছে, তারা তাদের প্ল্যাটফর্ম থেকে এ ধরনের ভিডিও সরিয়ে ফেলেছে।

সাউথ কোরিয়ার কমিউনিকেশনস স্ট্যান্ডার্ড কমিশনকে (কেসিএসসি) দেয়া এক বিবৃতিতে টেলিগ্রাম এই পরিস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে উল্লেখ করে বলেছে, এধরনের ভুল বোঝাবুঝি ও অবৈধ কনটেন্ট নিয়ে যথাযথ নজরদারির অবহেলার জন্য তারা ক্ষমাপ্রার্থী।

টেলিগ্রাম কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা কেসিএসসির অনুরোধে ২৫ টি ভিডিও সরিয়ে নিয়েছে।

কেসিএসসিকে দেয়া সর্বশেষ বিবৃতিতে টেলিগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাড্রেস উল্লেখ করেছে।

কেসিএসসি টেলিগ্রামের পদক্ষেপ কে খুব দূরদর্শী হিসেবে বর্ণনা করে বলেছে যে টেলিগ্রাম পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করে এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপফেক তৈরি করা হয় এবং প্রায়ই নকল দেহের সঙ্গে আসল ব্যক্তির মুখ একত্রিত হয়।

সাম্প্রতি ডিপফেক সংকট নিয়ে সাউথ কোরিয়ায কর্তৃপক্ষ ক্ষোভের মুখে পড়েছে। পুলিশ দেশটির দুটি প্রধান ইউনিভার্সিটির ডিপফেক পর্নোগ্রাফির চক্র নিয়ে তদন্ত করছে।

গত পাঁচ দিনে এ ধরনের ১১৮টি ভিডিওর রিপোর্ট পেয়েছে পুলিশ। সন্দেহভাজন সাতজনকে গত সপ্তাহে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। যাদের মধ্যে ছয়জন কিশোর।

মেসেজিং অ্যাপের মাধ্যমে শিশু পর্নোগ্রাফি, মাদক পাচার ও জালিয়াতির অভিযোগে ফ্রান্সে রাশিয়ান বংশোদ্ভূত টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেফতারের পরে সাউথ কোরিয়ায় এধরনের টেলিগ্রাম চ্যাট গ্রুপের সন্ধান পাওয়া গেছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...