বাংলাদেশের সঙ্গে ‘অভিন্ন অগ্রাধিকারের’ আলোচনায় অ্যামেরিকা সরাসরি যুক্ত

টিবিএন ডেস্ক

জুলাই ১৯ ২০২৩, ১২:০৫

বাংলাদেশের সঙ্গে ‘অভিন্ন অগ্রাধিকারের’ আলোচনায় অ্যামেরিকা সরাসরি যুক্ত
  • 0

অ্যামেরিকা বলেছে, দুই দেশের ‘অভিন্ন অগ্রাধিকার’ নিয়ে আলোচনার জন্য তারা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যুক্ত।

স্টেইট ডিপার্টমেন্টে নিয়মিত ব্রিফিংয়ে ১৮ জুলাই মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, অ্যামেরিকার আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তার ঢাকা সফরে বাংলাদেশের ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের’ লক্ষ্য অর্জনে অ্যামেরিকা ও বাংলাদেশের একযোগে কাজ করার গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি নাগরিক সমাজ, মানবাধিকার রক্ষাকারী, সাংবাদিক ও শ্রমিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহির ওপর গুরুত্বারোপ করেন।

অ্যামেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ সফর করছেন উল্লেখ করে মিলার বলেন, ‘এগুলো হচ্ছে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।’

তিনি বলেন, অ্যামেরিকার আন্ডার সেক্রেটারি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রাখার ওপরেও গুরুত্ব আরোপ করেছেন।

তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি মানবিক অংশীদার ও বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং মিয়ানমার ও বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তার জন্য অতিরিক্ত ৭৪ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দেন।

মুখপাত্র বলেন, ‘আমি পরিশেষে বলতে চাই, অ্যামেরিকা এ অঞ্চলে মানবপাচারের অভিশাপ মোকাবিলায় সরকার ও নাগরিক সমাজের সঙ্গে অংশীদারত্বের জন্য নিবেদিত।’


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...