যেলেন্সকির নিজের শহরে রাশিয়ার হামলায় নিহত ১১

টিবিএন ডেস্ক

জুন ১৩ ২০২৩, ১৪:০৬

এবার যেলেনস্কির নিজ শহরে রাশিয়ার হামলা । ছবি: সংগৃহীত

এবার যেলেনস্কির নিজ শহরে রাশিয়ার হামলা । ছবি: সংগৃহীত

  • 0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকির নিজ শহর ক্রেভি রিতে মঙ্গলবার রাশিয়ার হামলায় ১১ জন নিহত হয়েছেন।

সারারাত ধরে শহরটির একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়। শহরটির কেন্দ্রে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়েছে।

শহরের মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ওলেক্সেন্ডার ভিলকুল বলেন, এ হামলায় ভবন ধসে ১১ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে।

হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট যেলেন্সকি বলেছেন, রাশিয়ান বাহিনী আবাসিক ভবন, শহর ও মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে।

সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কখনওই ক্ষমা করা হবে না, তারা যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সে জন্য তাদের জবাবদিহি করতে হবে।’

ইউক্রেইনের বিমান বাহিনী জানায়, ক্রিভি রি শহরে রাশিয়া ১৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং চারটি ড্রোন হামলা চালিয়েছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...